আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদানে ব্যর্থ অভ্যুত্থান, সংঘর্ষে নিহত ৫০০

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০০ জন নিহত ও আহত হয়েছে ৮ শতাধিক। জাতিসংঘ কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলা হয়েছে,'নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে সহিংসতা চলছে' বলে মনে হচ্ছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্বকারী জাতিসংঘে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত গেরার্ড আরাউড বলেন, জুবায় জাতিসংঘের মিশনে ২০ হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছে। দক্ষিণ সুদানের সহিংসতা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

হতাহতের সংখ্যার প্রতিও জোর দেন তিনি।

জরুরি নয় এমন দূতাবাস কর্মকর্তা দ্রুত দক্ষিণ সুদান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট কির জানান, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত একদল সেনাসদস্য রোববার রাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু দেশপ্রেমী সৈন্যরা তাদের ব্যর্থ করে দিয়েছে।

ওই ভাষণে তিনি রাজধানীতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেন।

প্রেসিডেন্ট কির জানান, ক্ষমতাসীন দল সুদান পিপল’স লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) এক বৈঠকে পোশাক পরিহিত সেনা কর্মকর্তারা গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়।

সোমবার পর্যন্ত সংঘর্ষ অব্যাহত থাকলেও ওই দিনই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা ‍জানায় সরকার। তবে মঙ্গলভার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ও জুবার বিভিন্ন এলাকায় নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.