আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভবের দিনাই



কতটুকু অসভ্য হলে তোমাদের মন পাওয়া যায় বলতে পারো? কত হাজার ঘণ্টা শ্রমের বিনিময়ে তোমাদের কাছের লোক হওয়া যায় বলতো। কত লক্ষ ককটেল ফাটালে একজন ভালো কর্মী হয়, কত হাজার ভিক্ষার থালা লোপাটে মানুষ নেতা হয় আমায় বল। মন্ত্রী হতে আর নেত্রীর মন পেতে কত কত মানুষ বলি দিতে হয়, আমায় সব খুলে বল। আমাকে জানতে দাও। আমি শিখতে চাই।

আমি নেতা হতে চাই। ঠিক তোমাদের নেতাদের মত করে, তারপর নতুন কর্মীকে বলব, তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও ওকে সব বুঝিয়ে বলি। তোমার স্ত্রীকে বলব তোমার স্বামীকে কিছু জানতে দিওনা। আর তোমাদের দুজনকে বলব, অপেক্ষা কর। দিব দিব সব দিব।

আমি তোমাদের নেতা হব, শেয়ারের টাকা সব লুটে নেব আর তোমরা অসহায়ের মত ফাঁসিতে ঝুলবে, আমি মজা নিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.