আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি ২০১৪ ****

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]

১.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতটি উপাধি প্রদান করা হয়েছে?

ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি

২.'বঙ্গদেশি বাক্য' বলতে কবি আবদুল হাকিম কী বুঝাতে চেয়েছেন?

ক. প্রাচীন বঙ্গীয় ভাষাখ. সংস্কৃত ভাষা

গ. বাংলা ভাষাঘ. মাতৃভাষা

৩.জহির রায়হানের আসল নাম কী?

ক. জহিরুল্লাহ খ. মুহাম্মদ জহিরুল্লাহ

গ. মোহাম্মদ জহিরুল্লাহ ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ্

৪.কোন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে শেখ মুজিবকে 'রাজনীতির কবি' বলে আখ্যায়িত করে লেখা হয়?

ক. পাকিস্তানের 'দ্য নেশন'

খ. মার্কিন যুক্তরাষ্ট্রের 'নিউজ উইক'

গ. ভারতের 'স্টেটসম্যান'

ঘ. লন্ডনের 'টাইমস'

৫.'আলোকের গুপ্তধন' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?

ক. সূর্যকেখ. মৃত্তিকাকে

গ. বৃক্ষের বীজকে

ঘ. সূর্যের আলোর বিভিন্ন রঙের শক্তি

৬.তর্করত্নের দৃষ্টিতে গফুর কসাই কেন?

ক. মহেশকে বিক্রির চেষ্টা করায়

খ. মহেশকে দিনভর বেঁধে রাখায়

গ. মহেশের খড় বেঁচে খাওয়ায়

ঘ. অভুক্ত মহেশের মৃত্যু আশঙ্কায়

৭.দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় হওয়ার কারণে যে আলোকে আমরা দেখতে পাই না, সেটাকে কী বলে?

ক. অবতলখ. উত্তল

গ. অবলালঘ. ফিকেলাল

৮. 'তে কাজে নিবেদি'_ এর পরবর্তী অংশ কোনটি?

ক. মোতো নাহি হাবিলাষ খ. নাই কোন রাগ

গ. প্রভু কিংবা হিন্দুয়ানী ঘ. বাংলা করিয়া রচন

নিচের উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিশেষত্ত হচ্ছে- 'ক্ষেত্র সমীক্ষা ও প্রতিবেদন'। এ বিভাগের শিক্ষার্থীরা দেশের ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিবছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিল্ডওয়ার্ক করে লোকসংস্কৃতির অনেক উপাদান তুলে ধরে গবেষণার কাজে ব্যবহার করে থাকে।

৯.উদ্দীপকে বর্ণিত ফোকলোর বিভাগের দেশের লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের দিকটির সঙ্গে 'পল্লী সাহিত্য' প্রবন্ধের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে?

ক. ব্রিটিশ মিউজিয়ামখ. ন্যাশনাল মিউজিয়াম

গ. লুভর মিউজিয়ামঘ. ফোকলোর সোসাইটি

১০.'দুই মুসাফির' গল্পে কীসের মধ্যে পার্থক্য নেই?

ক. সুর আর গানে খ. গান আর ছড়ার

গ. সুধা আর অমৃতের ঘ. সুর আর সুধার

১১.কবি জীবনানন্দ দাশ বাংলাকে সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন কেন?

ক. বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে

খ. বাংলা মায়ের ভাষা বলে

গ. বাংলাদেশে কবি জন্মগ্রহণ করেছেন বলে

ঘ. বাংলার সঙ্গে কবির আত্মার সম্পর্কে আছে বলে

১২.'ধী' শব্দের অর্থ কী?

ক. পথিক খ. বুদ্ধি গ. শত্রু ঘ. রক্তাক্ত

১৩.দুরন্ত পথিকের মৃত্যু চিরজাগ্রত ও অমর কেন?

ক. প্রাণপণে এগিয়ে যাওয়ার কারণে

খ. মৃত্যুকে আলিঙ্গন করার কারণে

গ. নিজে মরে অন্যকে জাগানোর কারণে

ঘ. অপরের মার সহ্য করার কারণে

১৪.মানুষের উৎপত্তি ও বিকাশের সম্পর্কে নিচের কোন তত্ত্বে আলোচিত হয়?

ক. প্রত্নতত্ত্ব খ. ভূ-তত্ত্ব গ. নৃতত্ত্ব ঘ. প্রাণিতত্ত্ব

১৫.চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে/ যেগুলো কবিতার সঙ্গে মিল রয়েছে, তা হলো_

র. ঝর্ণা রর. ধনধান্য পুষ্পভরা ররর. বাংলার মুখ

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

১৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কত বছর চাকরি করেন?

ক. বাইশ বছরখ. তেইশ বছর

গ. চবি্বশ বছরঘ. পঁচিশ বছর

[চলবে]

উত্তরমালা : ১.ক ২.গ ৩.গ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.