আমাদের কথা খুঁজে নিন

   

'উলঙ্গ' দেবযানী ও 'ঝুলন্ত' ফালানী

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

বেচারা আম্রিকানদের দোষ দিয়া কি লাভ! ইনডিয়ান সিনামা দেইখা তো সবারই চেখে দেখার লোভ হয়, হয়না বলেন। কেউ মনের লোভ মনে লুকাইয়া রাখেন। কেউ আবার পারেন না! মানে সুযোগের অভাবে সৎ! দেবযানীকে 'উলঙ্গ' করেছে বাংলা নিউজের খবরে দেখলাম।

জন কেরি মাফ চাইছেন শিব শঙ্করের কাছে। সেটাও খবরে পড়লাম। আম্রিকা অবশ্যই একজন নারী কূটনীতিককে অপমান করেছে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য দুঃখ প্রকাশ ঠিক আছে। কিন্তু আমগো ফালানী তো কূটনীতিক না।

তাই ইনডিয়া যে আমাদের পুরো জাতিকে অপমান করছে, ফালানীর গুলি কইরা মাইরা বিএসএফকে দায় মুক্তি দিছে। তার লাইগা আমরা উল্টো ক্ষমা চাইতে হইবো বলে মনে লয়। সময় আসন্ন। হিন্দি সিনেমার মাধ্যমে 'সেক্স' আফিম রপ্তানী করে ইনডিয়া তাদের নারীর উদ্দীপক জোয়ানিকে লোভাতুর করেছে আম্রিকাসহ অন্য সব দেশের সিনেমা দর্শকদের কাছে। কারে ক্যামনে দোষ দেই।

খোদ ইনডিয়াতেই বিতর্ক ভারসাম্যহীন - বাণিজ্যিক সিনামার কারণে ‌'ধর্ষণ' বাড়ছে। বাসে ট্রামে রেলে যেখানে সেখানে এই দুষ্কর্ম। মল্লিকা, বিপাশা থেকে হাল আমলের সানি লিওন নিয়ে উত্তেজনা তো আছেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।