আমাদের কথা খুঁজে নিন

   

‘পহেলা বৈশাখ’ ER উলঙ্গ ব্যবচ্ছেদ

কি বলব

পহেলা বৈশাখ (pohela boishak) ,নববর্ষ(bangla new year), বর্ষবরণ – এ শব্দগুলোর অর্থ আমরা বুঝি বাংলা নতুন বছরের আগমন এবং এ উপলক্ষে আয়োজিত উৎসব-অনুষ্ঠানকে। এই উৎসবকে প্রচার মাধ্যমসমূহে বাঙালির ঐতিহ্য হিসেবে বলে থাকে। তাই জাতিগত একটি ঐতিহ্য হিসেবে এই উৎসবকে বিভিন্নভাবে আমরা বাঙালিরা পালন করে থাকি এবং আমরা সবাই মনে করি –এ যে বাঙালি জাতির উৎসব!!! তবে বাংলাদেশে বসবাসরত বাঙালি জাতির শতকরা ৮৫ ভাগ লোক আবার মুসলিমও বটে, তাই স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে; নববর্য উদযাপন এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানাদি যেমন : প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানো, নতুন সূর্যকে প্রত্যক্ষকরণ, রবীন্দ্রসংগীতের মাধ্যমে বর্ষবরন, বৈশাখী মেলা, রমনার বটমূলে পান্তা-ইলিশের ভোজ, জীবজন্ত ও রাক্ষস-খোক্কসের প্রতিকৃতি নিয়ে গণমিছিল এবং এ উপলক্ষে নারী-পুরুষের অবাধ মেলামেশা, হাসিঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের সৌন্দর্যের প্রদর্শনী ও অবাধ বিচরণ, সহপাঠী সহপাঠিনীদের একে অপরের দেহে চিত্রাকণ। — এসবকিছু কতটা ইসলাম সম্মত??? এসব সম্পর্কে ইসলামের বক্তব্য কি? ৮৫ ভাগ মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী, সেই আল্লাহ্ কি মুসলিমদের এইসকল আচরণে আনন্দিত হন, না ত্রুোধান্বিত হন ?? সূর্যকে স্বাগত জানানো ও বৈশাখকে সম্বোধন করে স্বাগত জানানো মূলত সূর্য-পূজারী বিভিন্ন সম্প্রদায়ের আনুকরন মাত্র, যা আধুনিক মানুষের দৃষ্টিতে পুনরায় শোভনীয় হয়ে উঠেছে। আমাদের তথাকথিত বুদ্বিজীবী সমাজের অনেকেরই ধর্মের নাম শোনা মাত্র গায়ে জ্বালা উঠে কিন্তু প্রকৃতি-পূজারী আদিম ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের নকল করতে তাদের ভাল লাগে।

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে বলেন : ” আমি তাকে ও তার জাতিকে দেখেছি, তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে এবং শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য শোভনীয় করেছে, অত:পর তাদেরকে সৎপথ থেকে বিরত রেখেছে, সুতরাং তারা সৎপথ পাচ্ছে না ” (সূরা আন্ নামল ২৭, আয়াত-২৪) আজকের বাংলা নববর্য উদযাপনে গান গেয়ে বৈশাখী সূর্যকে স্বাগত জানানো, আর কোরআনে বর্ণিত প্রাচীন জাতির সূর্যকে সিজদা করার মধ্যে চেতনাগত কোন পার্থক্য নেই, বরং এ সবই আল্লাহর দিক থেকে মানুষকে অমোযোগী করে তোলার শয়তানী উদ্যোগ। নববর্ষে যে মুখোশ নৃত্য তার উৎস হচ্ছে কোচ নৃগোষ্ঠীর প্রাচীন কৃত্যানুষ্ঠান এবং পরবর্তীতে ভারতীয় তান্ত্রিক বৌদ্বগণ এই নৃত্য আত্তীকরণ করে নিজস্ব সংস্করন তৈরী করে (বাংলাপিডিয়া, খন্ড ৫, পৃ:৩৭)। জীবজন্তুর প্রতিকৃতি নিয়ে মিছিল অনুকরনে জন্তু-পূজার উৎস খুজে পাওয়া যাবে প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতার কিছু ধর্মীয় মতবাদে, যেখানে দেবতাদেরকে জণ্তুর প্রতিকৃতিতে উপস্থাপন করা হয়েছে (ব্রিটানিকা ২০০৩ আল্টিমেট রেফারেন্স সুইট সিডিরম)। কিন্তূ ইসলামে প্রতিকৃতি বা জীবন্ত বস্তুর ছবি তৈরি করাকে কঠোরভাবে নিষিদ্ব করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ(রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ(স বলেছেন : ” কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে জীবন্ত বস্তুর ছবি তৈরিকারীরা ” (বুখারি ও মুসলিম শরীফ) পহেলা বৈশাখ, নতুন বছর নতুন কল্যান বয়ে আনে, দূরীভূত করে পুরানো কষ্ট ও ব্যর্থতার গ্লানি– কেউ যদি এই ধারনা পোষণ করে যে নববর্ষের সাথে কল্যানের কোন সম্পর্ক রয়েছে, তবে সে শিরকে লিপ্ত হল, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্হাপন করল।

ইসলামে এ ধরনের কুসংস্কারের কোন স্হান নেই। আর শিরক এমন অপরাধ যে, শিরকের ওপর কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন বলে ঘোষনা দিয়েছেন। ” নিশ্চয়ই যে কেউই আল্লাহর আংশীদার স্হির করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার বাসস্হান হবে অগ্নি এবং যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। ” -( সূরা আল্-মায়িদাহ ৫, আয়াত- ৭২ ) শিরকপূর্ন আচার-অনুষ্ঠানের পরেই সমাজ-বিধ্বংসী যে বিষয় পাওয়া যাবে, তা হচ্ছে নারীকে জড়িয়ে বিভিন্ন ধরনের অশ্লীলতা । বৈশাখী মেলা, রমনার বটমূল, চারুকলার মিছিল, এর সর্বত্রি সৌন্দর্য প্রদর্শনকারী নারীকে পুরুষের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত দেখা যাবে।

নারী ও পুরুষের অবাধ মেলামেশায় যৌন-লালসার জন্ম দেয় এবং এটাই য্বিনা ব্যভিচারের প্রথম ধাপ। পশ্চিমা বিশ্বের অশালীনতার চিত্র একদিনে রচিত হয়নি। সেখানকার নারীরা একদিনেই নগ্ন হয়ে রাস্তায় নামেনি, বরং ধাপে ধাপে তাদের পোশাকে সংক্ষিপ্ততা ও যৌনতা এসেছে। আজকে যেমনিভাবে দেহের অংশবিশেষ প্রদর্শনকারী ও সাজসজ্জা গ্রহনকারী বাঙালি নারী নিজেকে শালীন বলে দাবী করে, ঠিক একইভাবে পশ্চিমা দেশে দেহ উন্মুক্তকরন শুরু হয়েছিল। নারী ও পুরুষের অবাধ মেলামেশা ও অবাধ কথাবার্তা ইসলামে সমপূর্ন নিষিদ্ব।

যিনা-ব্যভিচার ইসলামী শরীয়াতের আলোকে কবীরাহ গোনাহ। এছাড়া যা কিছুই মানুষকে ব্যভিচারের দিকে উৎসাহিত করে তার সবই নিষিদ্ব করা হয়েছে কোরআনের নিম্নলিখিত আয়াত দ্বরা : ” তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অবশ্যই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা । ” – সূরা বনী ইসরাঈল ১৭: আয়াত ৩২ নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত থাকে সংগীত ও বাদ্য। ইসলামে নারী কন্ঠে সংগীত নিষিদ্ব।

সাধারনভাবে যে কোন বাদ্যযন্ত্রকেও ইসলামে নিষিদ্ব করা হয়েছে। রাসূলুল্লাহ(স বলেছেন: ” আমার উম্মাতের মধ্যে কিছু লোক হবে যারা ব্যভিচার, রেশমী বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ” ( বুখারি শরীফ ) সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলা নববর্ষ সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান সমপূর্ন নিষিদ্ব কারন এতে নিম্নলিখিত চারটি শ্রেণীর ইসলাম বিরোধী বিষয় রয়েছে: ১। শিরকপূর্ণ অনুষ্ঠানাদি, চিন্তাধারা ও সংগীত ২। নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান ৩। গান ও বাদ্যযন্ত্রপূর্ণ অনুষ্ঠান ৪।

সময় আপচয়কারী বাজে কথা ও কাজ এ অবস্হায় প্রতিটি মুসলিমের দায়িত্ব হচ্ছে নিজে এগুলো থেকে সম্পূর্নরুপে দূরে থাকা এবং বাঙালি মুসলিম সমাজ থেকে এই প্রথা উচ্ছেদের সর্বাত্নক চেষ্টা চালানো নিজ নিজ সাধ্য অনুযায়ী। এ বিষয়ে আমরা যা করতে পারি : * এ বিষয়ে দেশের শাসকগোষ্ঠীর উচিত আইন প্রয়োগের মাধ্যমে এসব অনুষ্ঠান নিষিদ্ব করা। * যেসব ব্যক্তি নিজ নিজ ক্ষেত্রে কিছুটা ক্ষমতার অধিকারী, তাদের কর্তব্য হবে অধীনস্হদেরকে এ কাজ থেকে বিরত রাখা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই নির্দেশ জারি করতে পারেন যে তার প্রতিষ্ঠানে নববর্স উপলক্ষে কোন অনুষ্ঠান হবেনা, নববর্ষ উপলক্ষে কেউ বিশেষ পোশাক পরতে পারবে না। * মসজিদের ইমামগণ এ বিষয়ে মুসল্লীদের সচেতন করবেন।

* পরিবারের প্রধান এ বিষয়টি নিশ্চিত করবেন যে তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ যেন নববর্ষের কোন অনুষ্ঠানে যোগ না দেয়। * এছাড়া ব্যক্তিগতভাবে প্রত্যেকে তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মীকে উপদেশ দেবেন এবং তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার তাওফীক দান করুন, এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক নবীজী(সএঁর ওপর, তাঁর পরিবার ও সাহাবীগনের ওপর। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।