আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদীর জামাত কোন মূখে মুসলমান দাবি করে?!



1. বাংলাদেশে বিনোদনের জন্য সবচেয়ে ভাল পেজ "বাশেরকেল্লা"। দুনিয়ার যত আজগুবি খবর পাবেন সব বাশের্কেল্লায়। মাঝে মাঝে আবার কোরআনের আয়াত ও দেয়। এরপর আবার শুরু মিথ্যার ফুল্ঝুরি। ঐ পেজে কমেন্ট করে আপনি আবার আস্তিক নাস্তিকের সার্টিফিকেট ও পেতে পারেন।

তাদের বিরুদ্ধে কথা বললে গালি শুনবেন নিশ্চিত ভাবে। তারপর ও তারা আস্তিক, তারা ঈমানদার, তারা শহীদ। সারাদিন তারা শহীদের পোষ্ট দেয়। আজ অমুক জায়গায় অমুক শহীদ হয়েছে। কিন্তু একবার ও শুনলাম না, তাদের একজন এডমিন শহীদ হতে।

2 মোল্লার ফাঁসির পর একটা গুজব ছড়ানো হল ... এই মোল্লা সেই মোল্লা নয় । কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জাতীয় পরিষদে মোল্লা কে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের একনিষ্ঠ সমর্থক বলে মন্তব্য করলো এবং তার মৃত্যুদণ্ডে নিন্দা প্রস্তাব পাস করলো । সহজ সরল হিসাব এই মোল্লা কসাই কাদের তার জন্য আর বিশদ প্রমান দেওয়ার প্রয়োজন নাই ... পাকিস্তানিরাই প্রমান করলো । মিথ্যা প্রচারণা চালানো পেজ গুলো বর্জন করুন ...............। ।

----------- নামে নয়, কাজে পরিচয়। মওদুদীর জামাত কোন মূখে মুসলমান দাবি করে?! মহানবী (দ.) বলেছেনঃ যার মুখ ও হাতের অনিষ্ট থেকে লোকজন নিরাপদ থাকে সেই মুসলমান এবং যার নির্যাতন থেকে মানুষ নিরাপদ থাকে তাকে মুমিন বলে। ' ‪ ‬ শিবির ক্যাডাররা যেভাবে মানুষের উপর নির্যাতন করতেছে,অপর মুসলমানকে হত্যা করতেছে,মুসলমানের ঘর জ্বালিয়ে দিচ্ছে তাঁরা কিভাবে মুসলমান হবে. 3. মুসলমানগন সব সময় ছিলেন বিজয়ী | অল্প সংখ্যক মুসলমান ও বিশাল সংখ্যক কাফিরদের উপর বিজয়ী হয়েছেন | কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন | বর্তমানে মুসলমানগন সবচাইতে সংখ্যাগরিষ্ঠ | কিন্তু তারপরও মুসলমানগন সাড়া পৃথিবীতে নিপিড়িত হচ্ছে !! এর কারন কি ?? এর কারন হচ্ছে পূর্বে মুসলমানদের যে ঈমানী শক্তি ছিলো তা কৌশলে কাফির - মুশরিকরা দুর্বল করে দিয়েছে! বর্তমানে মুসলমানগন কয়েকটি ফিৎনা থেকে যদি বেঁচে থাকতে পারে তবে হারানো শক্তি ফিরে পাওয়া সহজ হবে | যে সকল ফিৎনা থেকে মুসলমানদের বেঁচে থাকা দরকার -- → ছবির ফিৎনা ! কারন ছবি মানুষকে রহমত শূন্য করে দেয় | আর রহমত শূন্য হলে গায়েবী সাহায্য আসে না | → বেপর্দার ফিৎনা | বেপর্দা হলে তার প্রতি লা'নত নাজিল হয় ! → গনতন্ত্রের ফেৎনা ! গনতন্ত্র কাফের দের অনুগত্য মানতে বাধ্য করে | ঈমান আমল নষ্ট করে দেয় | → কাফির- মুশরিকদের অনুসরনের ফিৎনা ! কাফের-মুশরিকদের অনুসরন করলে নিজেদের ইসলামী ঐতিহ্য বিলুপ্ত হয় আর মুসলমান হয়েও কাফেরদের দাসত্ব করতে হয় | এছাড়া আরো কিছু বিষয় আছে, তবে উপরোক্ত বিষয়গুলো মূল | আমাদের সকলের উচিত এই ফিৎনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রান চেষ্টা করা ! আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ! আমীন !! 5অনেকেই ভাবে পাকিস্তানের বিরোধিতা মানে ভারত সাপোর্ট , না আপনি কঠিন ভুলে আছেন , ৭১ এ ভারত আমাদের পাশে ছিল , অস্র , ট্রেনিং এবং তাদের আর্মির সাপোর্ট আমরা পেয়েছি । তাদের পাঁচ লক্ষ সৈন্যর অংশগ্রহণ ছিল এবং তেত্রিশ হাজার সৈন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে । অ্যামেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিলার কুটচাল নস্যাৎ এবং রাজাকার এর বিচারে তারা আমাদের সাপোর্ট করেছে ।

তাই তাদের কাছে অবশ্যই এই বিষয়ে আমরা কৃতজ্ঞ এবং একটা উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে আছে । কিন্তু টিপাই , ফালানি হত্যা , কোন কিছুই ভুলিনি । আগে ত্রিশ লক্ষ মানুষ , দুই লক্ষ নারীর সম্মান , ও ২৩৫ জন বুদ্ধিজীবী হত্যার বিচার করি । জামাত শিবির ও তাদের সমমনা পাকিস্তান পন্থী রাজনৈতিকদলগুলী যারা বাংলাদেশ হওয়াটাই স্বীকার করে না তাদের জঘন্য মিথ্যাচার এবং পাকিস্তান প্রীতি থেকে দেশটা কে মুক্ত করি, তার পরে ভারতের কাছে তাদের অন্যায়ের হিসাব চাইব । আগে অক্সিজেনে মিশে থাকা বিষ মুক্ত করে অস্তিত্ব রক্ষা করি , তার পরে শরীরের বিষফোড়া এক এক করে কেটে ফেলে দেব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.