আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোমবুক চার্জার প্রত্যাহারে গুগল, এইচপি

সার্চ জায়ান্ট গুগল ও ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি যৌথ উদ্যোগে ২৭৯ ডলার ব্যয়ে বানিয়েছে ক্রোমবুক১১। এ বছরের অক্টোবরে ক্রোমবুকটি বাজারে ছাড়ার সময় ল্যাপটপটির চার্জার সম্পর্কে অনেক উচ্চ ধারণা দিয়েছিল নির্মাতারা।
ক্রোমবুক ১১-তে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মাইক্রো ইউএসবি পোর্ট, যা সাধারণত স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করা হয়।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি) ক্রোমবুক১১ এর চার্জারটি ব্যবহার প্রত্যাহার করতে বলেছে।
চার্জারটি উচ্চ তাপ ও গলন সম্পর্কিত ৯টি রিপোর্টে পর গুগল প্রায় দেড় লাখ চার্জার প্রত্যাহার করেছে। চার্জারটি উচ্চতাপের কারণে বালিশ পোড়ার মতো ঘটনার খবর পাওয়া গেছে।
ক্রোমবুক১১-এর চার্জারটি পাল্টে নেয়ার জন্য যোগাযোগের ঠিকানাও দিয়েছে গুগল।
গুগল প্লে স্টোরে ও অন্যান্য খুচরা বিক্রেতাদেও কাছে ক্রোমবুক১১ এর বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।