আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা, প্রেমের বৈজ্ঞানিক সংজ্ঞা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভালোবাসা, প্রেমের বৈজ্ঞানিক সংজ্ঞা [ শাফিক আফতাব ] মন মরে গেলে ভালোবাসার মরে __ধানকাটা হয়ে গেলে যেনম পড়ে থাকে খড় ; নুড়ি খোলস খোসা আর কুয়াসার ভেতর দিগন্ত যেমন মলিন পড়ে থাকে __ হৃদয়ের খেলা শেষে পড়ে থাকে ভালোবাসা, প্রেম আর আমাদের আদরের পাঁজর ; আর তুমি আমাকে ভুলে যাও, যখন মনের আবেদন তোমার হয়ে আসে ফিকে। দেহের ভেতর বাস করে প্রেম কাম আর আমাদের ভালোবাসার সাবলীল কথা ; ভালোবাসার শেষে পড়ে থাকে ছন্দ ব্যঞ্জনা উপমা অলঙ্কার আর গীতিকবিতা, ভালোবাসাা শেষে হৃদয়ের উত্তেজনা ক্রমশ কমে আসে ভোজনের পর যেমন __ ভালোবাসা থাকে, ভালোবাসা হয়, সঁপে আত্মা শপথে, দেহে যতক্ষণ আছে মন।

ভালোবেসে প্রাণ সঁপে দিলে বলে, আত্ম হত্যা করলে বলে কর ভালোবাসার প্রকাশ, ওটা আসলে কিছু নয়, আবেগের তীব্র আর চরমতম এক মুহূর্তের প্রদাহ __ ভালোবাসা বলে কিছু নেই এবং প্রেম__সব কিন্তু বস্তুু আলোর বিকাশ __ ভালোবেসে প্রাণ বলি দেবার কাহিনী দেখো__জড় বস্তুটিরে ভালোবাসে কেহ ? দেহ থেকে প্রাণ উবে গেলে ভালোবাসাও পালায় অনন্তের পথে __ পাঁজরের ভিতর এতদিন কী ভর করছিলো, ? প্রাণ সঁপেছিলো শপথে ? ২২.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.