আমাদের কথা খুঁজে নিন

   

অপরিকল্পিত স্লুইসগেটে ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের ২০ হাজার কৃষক

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া, চাদশী. বার্থী ইউনিয়ন ও পৌরসভায় অপরিকল্পিতভাবে পাঁচটি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। এতে ১০টি গ্রামের বিশ হাজার কৃষক সেচ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্লুইসগেট অপসারণ করে জনগুরুতপূর্ণ খালটিতে পানি চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা। সরজমিনে এলাকাবাসী, ভুক্তভোগী কৃষক, উপজেলা কৃষি ও এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের বোরো চাষে সেচ-সুবিধা দিতে বরিশাল এলজিইডি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ২০০১-২০০২ অর্থবছরে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের কালনা খাল, ৩৬ লাখ টাকা ব্যয়ে মোলর খাল স্লুইসগেট, ৬০ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ পিংলাকাঠী, ৪৫ লাখ টাকা ব্যয়ে বার্থী ইউনিয়নের বার্থী খাল ও সোয়া দুই কোটি টাকা ব্যয়ে পৌরংিসভার গয়নাঘাট খালের সংযোগ মুখে স্লুইসগেট নির্মাণ করা হয়। গৌরনদী উপজেলার কৃষি অফিস ও ভুক্তভোগী কৃষকরা জানান, ওই খালগুলোতে অপরিকল্পিতভাবে স্লুইসগেট নির্মাণ করায় সেচ-সুবিধার পরিবর্তে সেচ সংকটে পড়েছে।

খালগুলো পানিশূন্য হওয়ায় চলতি বছর নলচিড়া ইউনিয়নের কালনা, উত্তর কালনা, পিংলাকাঠ, দক্ষিণ পিংলাকাঠী, মোলার খাল, বার্থী ইউনিয়নের বার্থী, পশ্চিম বার্থী, চাদশী ইউনিয়নের চাদশী, উত্তর চাদশী ও পৌরসভার গোবর্দ্ধনসহ ১০টি গ্রামের প্রায় সাড়ে ৮০০ হেক্টর জমিতে ২০ হাজার কৃষক বোরো চাষ করতে পারেনি।

ভুক্তভোগী কৃষকরা জানান, তাদের সুবিধার্থে স্লুইসগেট নির্মাণ করা হলেও অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় শুরু থেকেই এগুলো কৃষকের কোনো কাজে আসেনি। এমনকি আগে খালগুলোতে স্বাভাবিক যে পানি প্রবাহ ছিল, স্লুইসগেট নির্মাণের পরে তাও বন্ধ হয়ে গেছে। গৌরনদী উপজেলা কৃষি অফিসার রতন কুমান মন্ডলের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণের কারণে পানি চলাচল বন্ধ রয়েছে। কৃষকরা বোরো মৌসুমে আবাদ করতে পারছে না।

সমস্যাগুলো ঊধর্্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে কৃষককে সেচ-সুবিধা দিতে হলে স্লুইসগেট নিলামে বিক্রি করে দিয়ে খাল সংস্কার অতীব জরুরি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.