আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের সাথে এনআরবি'র মতবিনিময়

দুবাইয়ের নন রেসিডেন্ট বাংলাদেশি সমিতি (এনআরবি) শনিবার রাতে শারজাহ আল বাইতি হোটেলে কমিউনিটি নেতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রীতি ভোজের আয়োজন করে। এনআরবি'র চূড়ান্ত কমিটির প্রথম এই মতবিনিময় সভায় সদস্যবৃন্দ সমিতির বিভিন্ন কার্যকলাপ ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন।

সমিতির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমিতির যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মোরশেদ সংগঠনের ভবিষ্যত কর্ম-পরিকল্পনা সম্পর্কে নিজের বক্তব্যে বলেন, সারা বিশ্বে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের একই প্ল্যাটফর্মে আনার জন্য ইউএই এর এনআররি সমিতির পক্ষ থেকে এ এক অনন্য উদ্যোগ। এটি কেবল নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সকল এনআরবি'র ইসু্যতে নজরদারী ও সে সম্পর্কীয় বিষয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এতে সমিতির বিভিন্ন প্রস্তাব ও প্রশ্ন উত্তর পর্বে মতামত উপস্থাপন করেন দুবাই সাফারি পার্কের বিশেষজ্ঞ পরামর্শক  ড.রেজা খান, ইঞ্জিনিয়ার এম এ সালাম খান ও সমিতির সদস্য সচিব জর্জ খান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক(এমইএনএ) মোহাম্মদ হাসান, এটিএন আরএকে টিভির মোস্তফা মাহমুদ, বাংলা এক্সপ্রেস সম্পাদক হারুণ-উর-রশিদ, আরটিভি প্রতিনিধি হূদয়, এনটিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, মাইটিভি প্রতিনিধি সিরাজুল ইসলাম। এছাড়া শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ সত্তর জনের অধিক কমিউনিটি নেতা এসময় উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.