আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয় জীবনে গর্ব করার জন্য সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা।

রংপুর মাঝে মাঝে কিছু বিষয় খুব বিরক্ত করে আমাকে। কিছু কাজে আমার ধৈর্য্য অনেক বেশি, কিছু কাজে একদম নেই। এরকম একটা বিষয় হলো পাকিস্তান ইস্যু। অনেক গুলো পয়েন্ট এ মানুষ পাকিস্তান কে নিয়ে তর্ক করে। অনেক পয়েন্ট এ বোঝানোর চেষ্টা করে পাকিস্তান আমাদের ভাই।

মুসলিম কান্ট্রি- অনেকেই বলে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তাই পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই। পাকিস্তান এর বিরোধীতা করা আমাদের একদম উচিৎ না। প্রসঙ্গত, আসুন তাহলে একটু আলোচনায় নামী। ভারী সব হাদিসের দিকে না গিয়ে সহজ একটা সেন্স দিয়ে বলি। ইসলাম এ মৌলিক দুইটা বিষয়কে সব সময় প্রাধান্য দেওয়া হয়, প্রথমত ইসলাম শান্তির ধর্ম।

দ্বিতীয়ত, ন্যায়-বিচার। আপনারা যারা অনেকেই জানেন না, তাদের অবগতির জন্য বলি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে, প্রায় প্রতিটা হত্যার ঘটনায় পাক হানাদার বাহিনী এদেশের সাধারন মানুষকে মালাউন বলেছে, বলেছে কাফের, এটা তাদের কাছে হত্যা করার অন্যতম কারন বলেও তারা কয়েকস্থানে উল্লেখ করেছে। স্বাভাবিক ভাবেই ৪৭ এর দেশভাগের সময় ভারত-পাকিস্তান ভাগ করা হয়েছিলো হিন্দু-মুসলিম অনুপাত এর ভিত্তিতে। পূর্ব-পাকিস্তান­­ এ সে সময় বেশিরভাগ মানুষ মুসলিম ছিলো, এটা বোঝাই যায়।

তাহলে কোন হিসাবে পাক-হানাদার রা আমাদের পূর্বপুরুষদের মালাউন/কাফের বলে নির্বিচারে হত্যা করছিলো ধর্মের নামে? তখন যদি মুসলিমদের বিনা-দোষে হত্যা করতে পারে তারা, এখন কোন হিসাবে, ধর্মের কোন অনুচ্ছেদ অনুযায়ী তারা আমাদের ভাই হবে? পাষ্ট ইজ পাষ্ট- অনেকেই বলে যা হয়েছে হয়েছে, এখন আমাদের ঐসব ভূলে দেশের স্বার্থে পাকিস্তান এর সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিৎ। এই কথা যারা বলে, তাদের উদ্দেশ্যে বলি, পাকিস্তান এর সাথে সম্পর্ক জোরদার করে কি লাভ হবে আমাদের? যে দেশের নিজেদের অবস্থাই টাল-মাটাল, সেই দেশ কি উন্নয়ন করবে আমাদের? বিশ্বের বড় বড় অর্থনৈতিক টাইকুন রা পাকিস্তান এ ইনভেষ্ট করতে চাচ্ছে না, সেখানে পাকিস্তান আমাদের কি সাহায্য করবে? পাকিস্তান আছেটা কি? এরচেয়ে আফ্রিকার দেশ গুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করলেও সেটা আমাদের কাজে আসবে। আর পাষ্ট ইজ পাষ্ট বললে আমিও তো বলতে পারি, আপনার পরিবার এর কোন সদস্য যখন মারা যান, তখন কি আপনি পারবেন পাষ্ট ইজ পাষ্ট বলে তার মৃত্যু দিবসে পার্টি করবেন? পাকিস্তান এর নতুন প্রজন্মর দোষ কি?- এইটাও অনেকে বলেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমাদের নতুন প্রজন্মের দোষ কি? আমার বয়সী অনেকেই আছে যাদের দাদা-চাচা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তারা আজও সে বেদনা বুকে নিয়ে আছে, তাদের দোষ কি? পাকিস্তান এর নতুন প্রজন্ম বাংলাদেশের সম্পর্কে কি ভাবে, এইটা কি কেউ জানার চেষ্টা করছে? বাংলাদেশ-পাকিস্­­তান ম্যাচ গুলোর পরে স্পোষ্টর্স সাইট, ফেসবুক পেজে নজর রাখলে দেখা যায় আসলে তারা বাংলাদেশ কে কিভাবে মূল্যায়ন করে। ৭১'র এর গনহত্যার দায় পাকিস্তানকে এখনো পুরোপুরি ভাবে বহন করতে হয়নি, কারন আন্তর্জাতিক কমিউনিটি তখন অনেকটাই পাকিস্তান এর পক্ষ নিয়েছিলো। স্পেশালী সুপারপাওয়ার আমেরিকা তখন পাকিস্তান এর পক্ষে ছিলো, ফলে তাদের পকেটে জাতীসংঘ ছিলো।

কেউ আশা করি বুদ্ধিজীবি হত্যাকান্ডের কথা ভূলে যাননি। তারা যদি আজ বেঁচে থাকতেন, বাংলাদেশের ভবিষৎ বা আমাদের বর্তমান আরো অনেক ভালো হতে পারতো। তারা নেই বলে অনেক কিছু হারিয়েছি আমরা, অনেক উন্নয়ন সম্ভব হয়নি যেটার কারনে ভূগছি আমরা, কিংবা ভূগেছি। আমিও তো বলতে পারি, কি দোষ আমাদের, কেন আমরা বঞ্চিত হলাম দেশের সেরা সন্তানদের অবদান থেকে? কিছু মুক্তিযোদ্ধার ভূমিকা- একাত্তরে কৃতিত্বের সাথে যুদ্ধ করে পরে পথ পরিবর্তন করেছেন, এমন নামকরা মুক্তিযোদ্ধার উদাহরন অনেকে তুলে ধরেন। আমার নিজের অভিজ্ঞতা বলি।

মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে গিয়ে ৭৫ পরবর্তী সময়ের ইতিহাসে এসে আমি দিশেহারা হয়ে পড়লাম। যারা একাত্তরে পাক বাহিনীর ত্রাস নামে পরিচিত, তারা এখানে এসে যে ভূমিকা পালন করেছেন, তা শুধু হতাশা জনক নয়, রিতিমতো কষ্টের। । ৭১ আর ৭৫ এর দৃশ্যপট মেলাতে গিয়ে, খুঁজে পাই। ক্ষমতা অথবা টাকার লোভে অনেকেই এ সময় পথ পরিবর্তন করেছে।

অনেকেই এ সময় সমর্থন দিয়েছে রাজাকারদের। যারা রাজাকারদের সমর্থন দিতে পারে, তাদের গালি দেওয়াই শ্রেয়। তারা এরই যোগ্য। তারা টাকা/ক্ষমতার জন্য যখন নিজের মাতৃভূমিকে বিক্রি করতে পারে, তাদের আবার কিসের সন্মান? , ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কিংবা মুন্সী আবদূর রউফ, যারা দেশের জন্য প্রান বিলিয়ে দিয়েছে, মায়ের সন্মান বিলিয়ে দেয়নি। পাকিস্তান প্রসঙ্গে অনেকেই আপোষ করতে পারে, আমি পারি না।

যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে, তারা পারে না। কখনোই পারে না। আমাদের জাতীয় জীবনে গর্ব করার জন্য সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা। আমার দেশ, এই কথাটা বলার অধিকার এসেছে যে মুক্তিযুদ্ধ থেকে, সেই মুক্তিযুদ্ধের শত্রুদের সাথে আপোষ করা মানে নিজের সত্ত্বাকে বিক্রি করে দেওয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.