আমাদের কথা খুঁজে নিন

   

কোরআনের ফরমান



এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল-বদল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না। নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ।
(৪:২)

কোর'আনে আল্লাহ হুকুম করেছেন
যে, তোমরা এতীমদেরকে তাদের
সম্পদ ( যেগুলো মিরাছ সূত্রে
পেয়েছে) দিয়ে দাও,
অথচ এখন আমাদের সমাজে
হাজারো মানুষ আছে,
যারা এতীমদের সম্পদ
আত্মসাদ করে নিজের ব্যাংকে
জমা করে,
এতীমদের হক্ব আদায করে না,

এই আত্মসাদকারীর সাজা কিন্তু
অনেক ভয়ংকর হবে,
তায সময় থাকতে সাবধান হও, না হয় পরকালে তোমার
জন্য অপেক্ষা করছে জাহান্নামের বেদনাদায়ক শাস্তি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।