আমাদের কথা খুঁজে নিন

   

কোরআনের কবিতা........অপূর্ব !!!!!!!!

I always believe in participation not in performance. যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলীন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতীর পুষ্টিসমূহ উপেক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন আত্নাসমূহকে যুগল করা হবে যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে "কী অপরাধে তাকে হত্যা করে হল??" যখন আমলনামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে তখন প্রত্যেকেই জেনে নেবে সে কী উপস্থিত করেছে। আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন তিনি তার রাসুলকে কবিতা শিক্ষা দেন নি।বরং এটা হল সুস্পষ্ট নির্দেশ। কিন্তু এর কাব্যিক মূল্য যে কতো বেশি আজকে কিছুটা ফিল করলাম। অনুবাদ পড়েই আমি অভিভূত। আল্লাহ জানে আসল কোরআন কতো সুন্দর। [ভাই কেউ আবার আয়াত গুলা ব্যখ্যা চায়েন না। সেটা এই পোস্টের আলোচ্য বিষয় না তা নিশ্চয়ই বুঝছেন ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।