আমাদের কথা খুঁজে নিন

   

ফেইক ফেসবুক আইডি চেনার উপায়

www.facebook.com/omith.hasan.9

ফেসবুক এখন কতটা জনপ্রিয় তা নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগে আমাদের দেশে সরকার ফেসবুক নিষিদ্ধ করে দিয়েছিল। তখন ফেসবুক ব্যবহার না করতে পেরে অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। (যদিও আমি তখনও ব্যবহার করেছি)
তো এই জনপ্রিয়তাকে পুজি করে জন্ম হয়েছে ফেক প্রোফাইল। এক সমিক্ষায় দেখা গেছে নতুন প্রোফাইলের ৪০% ফেক!
তাহলে বুঝেন কত ভয়াবহ অবস্থা!

কেন ফেক প্রোফাইল তৈরি করা হয়?

*স্রেফ মজা করার জন্য।


*স্পাম করার জন্য।
*আইডি হ্যাক করার জন্যেও অনেক সময় তৈরি করা হয়।
এছাড়া কিছু মানসিক অসুস্থ মানুষ আছে যারা ফেক আইডি কেন বানায় তা নিজেরাও জানে না!

কিভাবে চিনবেন ফেসবুকের ফেক প্রোফাইল?


*যদি দেখেন গনহারে সবাইকে এড করছে যেন বড় মনের মানুষ।

*যদি দেখেন জন্মদিনের ডেট ০১-০১ বা ০১-১২ দিয়ে শুরু।

*যদি দেখেন প্রোফাইলের তথ্য দায়সারাভাবে দেয়া।



*যদি দেখেন কোন সাইটের লিঙ্ক দিয়ে সবাইকে বলছে জয়েন করতে।

*যদি দেখেন কোনদিন স্ট্যাটাস আপডেট করে না।

*যদি দেখেন হট মাইয়া মাইনসের পিক দেয়া কেউ আপনারে এড মারসে।

*যদি কোনো মাইয়া নিক খালি প্রেমের আর একাকিত্বের স্ট্যাটাস দেয়। যেমন: একবার যদি কেউ ভালোবাসতো, আমার ন্যন দুটি জলে ভাসতো..........................

*যদি দেখেন যে মেয়ের ছবি কিন্তু ছবিতে ছেলের নামের প্রোফাইল ট্যাগ করা..


আরো কিছু জানার ও টিপস পেতে যোগাযোগ করুন-https://www.facebook.com/omith28


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.