আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম পুড়ে পুড়ে আসে কামের সীমায় __

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

প্রেম পুড়ে পুড়ে আসে কামের সীমায় __
[শাফিক আফতাব]

চুরুট নীরবে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়
প্রেম পুড়ে পুড়ে আসে কামের সীমায় __
তুমি পুড়ে পুড়ে চোখের নালায় নদী করো
আমি পুড়ে পুড়ে মুমূর্ষের মতোন মরোমরো।

চুরুট জ্বেলে নীরবে কেটেছে শীতের হিমরাত__
সেইসব বেকারদিনগুলি তবু ছিলো কত রঙিন !
যদিও জোটেনি ইলিশের ঝোল আর চিকনভাত __
যদিও বেড়ে গেয়েছিলো বাসা ভাড়া, ধার, ঋণ।



যদিও তুমি ভালোবাসবে কিনা ছিলাম উৎকণ্ঠায় __
যদিও মন দেবে কিনা__পাবো কিনা ভালোবাসা ?
যদিও নৌকা চলেছে আমাদের দুর্বল বৈঠায় ;
তবু কত মধুময় ছিলো প্রেম, একটু কাছে আসা।

আজ আছে গালভরা ভালোবাসা, মন ভরা প্রেম __
তবু মন বলে আহা ! কী অমৃত রাখিয়ে এলেম !

২৪.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.