আমাদের কথা খুঁজে নিন

   

উৎক্ষেপন হল কৃত্রিম উপগ্রহ ‘গায়া’

এক প্রতিবেদনে বলেছে বিবিসি বলেছে, এটি মহাশূন্য গবেষণায় সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর একটি।
কৃত্রিম উপগ্রহ গায়া মূলত ইউরোপের আগের নির্মিত হিপারকস কৃত্রিম উপগ্রহের আধুনিক সংস্করণ। ফ্রেঞ্চ গায়ানার সিনামারি কমপ্লেক্স থেকে কৃত্রিম এটি উৎক্ষেপন করা হয়।
এ ম্যাপিংয়ের ফলে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ের গঠন সম্পর্কে প্রথম প্রকৃত একটি ধারণা পাওয়া যাবে। এ প্রসঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক গ্যারি গিলমোর জানিয়েছেন, এর মাধ্যমে জানা সম্ভব হবে মিল্কিওয়ের কোথায় কী আছে।

এছাড়াও গায়ার অসাধারণ সংবেনশীলতার ফলে এটি হাজারো নতুন গ্রহ এবং গ্রহাণু শনাক্ত করতে পারবে।
গায়া ২০ বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন ছিল। কৃত্রিম উপগ্রহটি যাতে তার কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারে সে জন্য এটিতে দুটি টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। এছাড়াও গায়ার তিনটি মিলিত যন্ত্রের সঙ্গে একশ’ কোটি পিক্সেলের ক্যামেরা ডিটেক্টর যুক্ত করা হয়েছে।
কৃত্রিম উপগ্রহটি নমুনা নক্ষত্রের তুচ্ছ বিষয়গুলোও আল্ট্রা-স্টেবল এবং অতি সংবেদনশীল অপটিকাল সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করবে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।