আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম উপগ্রহ 'গায়া' উৎক্ষেপন

কৃত্রিম উপগ্রহ গায়া উৎক্ষেপন করেছে ইউরোপ। এটি শত কোটিরও বেশি নক্ষত্রের দূরত্ব এবং সম্পূর্ণ নির্ভুল অবস্থানের থ্রিডি ম্যাপিং তৈরি করবে।

এটি মহাশূন্য গবেষণায় সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর একটি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

কৃত্রিম উপগ্রহ গায়া মূলত ইউরোপের আগের নির্মিত হিপারকস কৃত্রিম উপগ্রহের আধুনিক সংস্করণ। ফ্রেঞ্চ গায়ানার সিনামারি কমপ্লেক্স থেকে কৃত্রিম এটি উৎক্ষেপন করা হয়।

গায়া ২০ বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন ছিল। কৃত্রিম উপগ্রহটি যাতে তার কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারে সে জন্য এটিতে দুটি টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। এছাড়াও গায়ার তিনটি মিলিত যন্ত্রের সঙ্গে একশ’ কোটি পিক্সেলের ক্যামেরা ডিটেক্টর যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,কৃত্রিম উপগ্রহটি নমুনা নক্ষত্রের তুচ্ছ বিষয়গুলোও আল্ট্রা-স্টেবল এবং অতি সংবেদনশীল অপটিকাল সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।