আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির মামলা থেকে অলির অব্যাহতি

ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হক বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে অবসরপ্রাপ্ত কর্নেল অলির সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠায় দুদক।
তিনি হিসাব বিবরণী না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম মোস্তফা ২০১১ সালের ২৮ নভেম্বর রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছর ১৪ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

এরই মধ্যে অলি ওই নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করলে আদালত দুদকের নির্দেশনা অবৈধ ঘোষণা করে।

এই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৪ মার্চ অলি আহমেদের আইনজীবীরা বিচারিক আদালতে তার অব্যহতির আবেদন করেন।
এরপর এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পাশাপাশি অলির অব্যাহতির আবেদনেরও শুনানি হয়। 
বৃহস্পতিবার আদেশের নির্ধারিত দিনে বিচারক অভিযোগ গঠন না করে অলিকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।  
আদেশে বলা হয়, যেহেতু উচ্চ আদালত দুদকের নোটিসকে অবৈধ ঘোষণা করেছে, সেহেতু এ মামলায় অলির বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় না।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।