আমাদের কথা খুঁজে নিন

   

কিচ্ছু না !!!!

আজ আর আমার সেই বন্ধুরা নেই, আজ আকাশের কান্নাও নেই। আজ আকাশের নিচে আমি আছি কেবলি। পালটে গেছে বন্ধুতা, পালটে গেছে আকাশটা। আগে মনে হত, মাথার উপর যতটুকু দেখা যায়, আকাশের ততটুকু আমার! দৃষ্টিতে যতদুর দেখা যায়, ততদূর আমার। আমার দুটি হাত দিয়ে আমি গড়তে পারি, আবার ভাঙতে পারি।

আমার দুটো পা দিয়ে আমি চলতে পারি, ডিঙ্গাতে পারি বাঁধার দেয়াল। আজও সবই আছে, শুধু সেভাবে ভাবতে পারি না। রোদে চলাতে আপত্তি ছিল না, বৃষ্টিতে ভিজতে মুহূর্ত লাগত না। আজ আকাশটাকে অচেনা লাগে, আজ কেন জানি মনে হয় আমার নয় কিছুই। পরিবর্তনটা হয়ত আমার পদচলায়, হয়ত দৃষ্টিতে কিংবা আমার নিরন্তর করা অহেতুক সৃষ্টিতে।

রঙ্গিন মার্বেলগুলোকে আঁধারে দেখলে, মনে হয় এত রঙ কোথা থেকে এল, এত রঙ নিয়ে জগতটা সবার সামনেই থাকে, কিন্তু খানিকবাদে রঙগুলো হারিয়ে যায়, মার্বেলগুলোর মত চিরন্তন হয়ে জীবন জুড়ে থাকে না, আবার অসীমে হারিয়েও যায় না। চাইলেই ধরে রাখা যায় না, চাইলে ফেলে আসা যায় না। তাই মাঝে মাঝে বড্ড অসহায় লাগে, অনেক কিছুই পারি না মনে হয়। না পারা চাওয়াগুলো ভিড় করে মন জুড়ে, আগাতে দেয়, সফল হতে দেয় না। এই ভাবেতো বাঁচতে চাইনি, এইটুকুই কেবল নিজের মাঝে প্রতিধ্বনিত হয়! কোন চেনা পথে মুক্তি পাই, জানি না, সত্যিই জানি না...।

তারপরেও আছি, All is well বলে যাই বারবার। -Shuvo. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।