আমাদের কথা খুঁজে নিন

   

কিচ্ছু না...

অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত...
মন ভাল না। অনেক অনেক জোকস শুনতে ইচ্ছা করছে, বিশেষ করে হাসির কিছু। কারণ বেশিরভাগ জোকস পুরানো। কিন্তু খুঁজে পাইনা লিখতেও পারিনা কিছু, শুধু পড়ে যাই।

কেউ খুব মজার কিছু লিখেন না, প্লিজ এরচেয়ে মজার কিছু... ইন্টারভিউয়ার : ইলেকট্রিক মোটর কিভাবে চলে ? সুমন : ডুরররররররররররররর... ইন্টারভিউয়ার : স্টপ ইট। সুমন : ....ডুরররররর ধুরপপপ ধুরপপ ধুরপ নাহলে এমন একটা... মিসিসিপির জর্জ ফিলিপ নামে এক লোকের বাড়ীতে এক রাতে চোরেরা ঢোকার চেষ্টা করছিল। তিনি টের পেয়ে পুলিশকে ফোন করলেন। পুলিশ বলল, ওরা কি বাড়ীর ভেতর ঢুকেছে ? তিনি জবাব দিলেন, না। পুলিশ বলল, আমরা এখন একটু ব্যস্ত আছি।

আপনি আপাতত দরজা ভালভাবে লক করে দিন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, একজন অফিসারকে পাঠাচ্ছি। জর্জ বলল, ঠিক আছে। ১ মিনিট পর সে আবার ফোন করে বলল, আমি একটু আগে ফোন করেছিলাম। আপনাদের তাড়া নেই, কারণ আমি এইমাত্র সব ক্য়টাকে গুলি করেছি।

পাঁচ মিনিটের মধ্যে তিনটা স্কোয়াড কার একটা অ্যামবুলেন্স সহ হাজির... অন্তত এরকম একটা... যাদুঘর কর্তৃপক্ষ : এই মূর্তিটা ৫০০ বছরের পুরানো ছিল। দর্শনার্থী : ওহ, বেঁচে গেছি। আমি ভেবেছিলাম, নতুন কোন মূর্তি বুঝি ভেংগে ফেলেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।