আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার সঙ্গে ফেনী ও দক্ষিণাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ

২৯ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে ঢাকার সঙ্গে ফেনী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বাস মালিক জানান, আগে বিভিন্ন দাবিতে বিরোধী দলের অবরোধ ছিল আর এখন সরকার দলের অবরোধ। তারা জানান, চালকরা  পুলিশ ও বিভিন্ন ধরনের হয়রানি এড়াতে বাস চালাতে চাচ্ছেন না।

ভোর থেকে ফেনীর টার্মিনালগুলোতে ১৮ দলীয় জোটের কোন নেতাকর্মীকে ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা যায়নি। ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার ফোনে জানান, আটক-গ্রেফতার এড়াতে তাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে  গতকালই ঢাকা চলে গেছেন।

অন্যরাও যাবেন।

ভোরে ফেনী থেকে ঢাকাগামী একমাত্র চেয়ার কোচ সার্ভিস স্টার লাইন সার্ভিসের কাউন্টারে গিয়ে দেখা যায় তাদের প্রতিটি কাউন্টার বন্ধ। স্টার লাইন কর্তৃপক্ষ ভোর থেকেই বন্ধ করে দিয়েছে তাদের টার্মিনালের মূল প্রবেশ পথ। এছাড়া মহিপালের যাত্রীসেবা কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে  মাত্র ২টি বাস। চট্টগ্রাম, নোয়াখালী ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকার দিকে কোন বাস চলাচল করতে দেখা যায়নি তবে কিছু সংখ্যক ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।