আমাদের কথা খুঁজে নিন

   

সদরঘাটে এলো ১০ লঞ্চ, যাত্রীও হাতেগোনা

সকালে সদরঘাট টার্মিনালে লঞ্চ থেকে নামার পর সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।
সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কয়েকটি লঞ্চ ভেড়ার পর পল্টুন থেকে ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ”
বিআইডাব্লিউটিএর টিআই সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ছয়টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। তবে অন্য দিনের মতো লঞ্চ আসছে না।
আগেরদিন সকালে সদরঘাটে ৪৫টি লঞ্চ ভিড়লেও শনিবার সকালে আসে মাত্র ১০টি।

ঢাকার পথে বিভিন্ন স্থানে পুলিশ এসব লঞ্চের যাত্রীদের নামিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লঞ্চচলাচল কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি তিনি। তবে বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় এমনটি হতে পারে বলে এই কর্মকর্তা মনে করেন।
এমভি টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “ভোলা ও বারিশাল থেকে আমাদের দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়েছে। তবে এরইমধ্যে পুলিশ লঞ্চের যাত্রীদের নামিয়ে দিয়েছে।


বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ২৯ ডিসেম্বরের ঢাকামুখী যাত্রাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানীর সঙ্গে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছে।
পটুয়াখালী থেকে ছাড়েনি লঞ্চ
শুক্রবারই পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চের একাধিক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ কর্মকর্তারা এসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়তে নিষেধ করেছেন।
তবে পটুয়াখালী বন্দর ফাঁড়ি পুলিশের এস আই মো. দেলোয়ার হোসেন জানান, লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে কি যাবে না তা তার জানা নেই।
ঝালকাঠী থেকে লঞ্চ-বাস বন্ধ
শুক্রবার বিকাল থেকেই ঝালকাঠী থেকে ঢাকার পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।


ঝালকাঠী হানিফ কাউন্টার ইনচার্জ কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক পক্ষের নির্দেশে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় ঝালকাঠী ঘাট থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত লঞ্চ ছেড়ে গেলেও শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কোনো যাত্রী ছাড়াই ঘাটে বাঁধা নির্ধারিত সুন্দরবন-২ নামের লঞ্চটি বরিশালের ঘাটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
সুন্দরবন-২ লঞ্চের ঝালকাঠী কাউন্টার ইনচার্জ মো. হানিফ বলেন, নাশকতার আশঙ্কায়সহ বিভিন্ন কারণে মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের লঞ্চ যাত্রা বন্ধ রাখা হয়েছে।
চাঁদপুর
অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



বিরোধী জোটের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শনিবার ভোর থেকেই চাঁদপুর বাসস্ট্যান্ড ছাড়েনি ঢাকাগামী কোনো বাস।


একই কারণে বন্ধ রাখা হয়েছে ঢাকার পথে নৌ পারাপার। যাত্রী শূন্য হয়ে পড়েছে লঞ্চ ঘাট।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার আশংকায় যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই লঞ্চ চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
সকাল সাড়ে ৭টার দিকে ‘এমভি সোনারতরী’ নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়েনি।
এর আগে শুক্রবার রাতেই ঘাট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অনেক লঞ্চকেই ঘাটে ভিড়তে দেয়া হয়নি বলে খবর পাওয়া গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঘাটে ভিড়ানো কয়েকটি লঞ্চ নির্দিষ্ট সময়ের অনেক আগেই ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে বাধ্য হয়।
চাঁদপুর থেকে ঢাকাগামী ‘এমভি ময়ূর’ রাত সোয়া ১২টায় ছাড়ার কথা থাকলেও যাত্রী না নিয়েই সেটি রাত ১১টায় ঘাট ছেড়ে চলে যায়।
একইভাবে শনিবার সকাল সোয়া ৮টার ‘এমভি ঈগল’ অল্প কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে চাঁদপুর ছাড়ে শুক্রবার রাত সাড়ে ১২টায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।