আমাদের কথা খুঁজে নিন

   

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত রামলীলা ময়দানে প্রায় এক লাখ মানুষ হাসিমুখে তাদের নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বলে এনডিটিভি জানিয়েছে।

চোখে চশমা পরিহিত ৪৫ বছর বয়সী এই নেতা মেট্রোতে করে অনুষ্ঠানস্থলে আসেন।

নির্বাচনের আগে অরবিন্দ প্রতিজ্ঞা করেছিলেন, ভোটে জয়ী হলেও তিনি গণপরিবহন ব্যবহার করবেন। এর ফলে দিল্লির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিশেষ সুবিধা পাওয়ার দিন শেষ হতে চলেছে।

মাত্র একবছর বয়সী দল নিয়ে অরবিন্দ এবার দিল্লির রাজ্যসভা নির্বাচনে প্রায় অলেৌকিক কাণ্ডই ঘটিয়েছেন।



শপথ গ্রহণের পর নিজের বক্তৃতায় অরবিন্দ বলেন, “আমি আমার দলের কাছে আবেদন করেছি আমরা কখনোই অহংকারী হব না। আমরা এখানে সেবা করার জন্য এসেছি। “

“আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনোই ঘুষ চাইবো বা দেব না। “

অরবিন্দ আরো বলেন, তিনি ও তার মন্ত্রীরা তাদের পূর্বসূরীদের মতো দিল্লির প্রাণকেন্দ্রে সবুজলনের বিলাসবহুল বাংলোগুলো নেবেন না। বরং তিনি দিল্লির উপকণ্ঠ গাজিয়াবাদে তার চারতলা ফ্লাটেই বসবাস অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন।



এমনকি তিনি পুলিশের নিরাপত্তা নিতেও অস্বীকার করেছেন।

অরবিন্দ এমন একটি স্থানে শপথ অনুষ্ঠান করার আবেদন জানিয়েছিলেন যাতে সর্বস্তরের জনগণ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে।

এই রামলীলা ময়দানেই দুই বছর আগে সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে তিনি ঐতিহাসিক দুর্নীতিবিরোধী সমাবেশ করেছিলেন।



সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতির কারণে হতাশ ভোটারদের মনে আশার আলো জ্বালিয়েছে অরবিন্দের বক্তব্য ও তার জ্বলজ্বলে নির্বাচনী ইশতেহার।

দিল্লির নির্বাচনে অরবিন্দের আম আদমি পার্টি দ্বিতীয় অবস্থান লাভ করেছিল।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি আসন দখল করলেও সরকার গঠনের জন্য তা যথেষ্ঠ ছিল না।

নির্বাচনে ক্ষমতাশীন কংগ্রেস পার্টি তিন নম্বরে রয়েছে।

আম আদমি পার্টিকে কংগ্রেস সমর্থন করলে তারা সংখ্যালঘু সরকার গঠন করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.