আমাদের কথা খুঁজে নিন

   

একটা গুলি করলে ১০টা করতে হবে: বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি প্রতিহত করতে রাজপথে ছাত্রলীগ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কা করে তিনি বলেন, ‘একটা গুলি করলে ১০টা করতে হবে। একটা সাধারণ মানুষকে আঘাত করলে ওদের ১০ জনকে আঘাত করতে হবে। ’

শনিবার দুপুর সোয়া ১টার দিকে প্রেসক্লাবের ‍সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।

বিএনপি ঘোষিত গণজামায়াতেকে রুখে দিতে সংগঠনের নেতাকর্মীদের রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ প্রহরা বসানোর আহ্বান জানান তিনি।



সিদ্দিকি নাজমুল বলেছেন, ‘রোড ফর ডেমোক্রেসির নামে খালেদা জিয়া জামায়াত-শিবিরকে মাঠে নামাবে। গণতন্ত্র রক্ষার নামে বিধ্বংসী কর্মকাণ্ড চালাবেন খালেদা জিয়া। ’

তিনি বলেন, ২০০১ ও ২০০৮ সালে রাজপথে ছাত্রলীগ ছিল, আগামীকালও থাকবে। আগামীকাল রাজপথে থেকে খালেদা জিয়ার কর্মসূচি প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথভাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা ও উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি দৈনিক বাংলার মোড়-পুরানা পল্টন ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়।


একটা লাশের পরিবর্তে দশটি লাশ: শেখ হাসিনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.