আমাদের কথা খুঁজে নিন

   

সালতামামি ২০১৩!!!



২০১৩ সালের শেষে এসে মনে হোল এই বছর সম্পর্কে আমার কিছু লেখা উচিত। কেমন গেলো আমার ২০১৩?
প্রথমত এই বছরটা ছিল আমার জীবনের সব চাইতে ঘটনাবহুল বছর। শুরুতেই যাওয়াজাক বছরের সুরুতে, যখন আমি গিয়েছিলাম ভার্সিটির LFE তে, ঠাকুরগাঁও এ। ওখানে কাটান ১৫ দিন ছিল আমার এই বছরের সব চাইতে আনন্দবহুল ১৫ দিন, যা আমি কখনই ভুলতে পারব না।
বছরের প্রথম দিনটা ছিল সব চাইতে বাজে একটা দিন, কিন্তু LFE তে গিয়ে আমি বিষয়টা একদম ভুলে যাই।

পনের দিন পর আবার ফিরে আসি বাস্তবতার শহর ঢাকা তে। যেখানে আমার প্রথম বাস্তব অভিজ্ঞতা হয় ফেল করার। মানে বছরের সেমেস্টারে আমি ক্রিতিত্তের সাথে এক বিষয়ে ফেল মারি। যদিওবা পুরা ক্রিতিত্তের অংশিদার আমি একা নই, আরো একজন রয়েছেন, যিনি আমাকে এই সাফল্য পেতে অনেক সাহায্য করেছিলেন!!
এই সাফল্য উজ্জাপন করতে আমি April এ রংপুর আসি এবং জীবনে প্রথম বারের মতো বাইক এক্সিডেন্ট করি যার পরের ইতিহাস টা অন্য কোন দিন বলব ^_^।
অতঃপর ঢাকায় আবার প্রত্যাবর্তন এবং F.I.G The Band পুনর্গঠন করে রেডিওতে তে আমরা একটা লাইভ অনুষ্ঠান করি।

পরবর্তীতে আমরা আরও একবার রেডিও তে যাই। যদিওবা দুঃখজনক ভাবে আমাদের ড্রামার বছরের শেষে এসে আমাদের একটা খোঁড়া অজুহাত দিয়ে ব্যান্ড থেকে চলে যায়
যাইহোক, বছরের দ্বিতীয় ভাগ টা আমি শুরু করি নিজেকে গুছিয়ে নেয়ার প্রত্তয় থেকে (এবং আমি অসফল ), আর প্রথম বারের মতো অফিস ফাকি না দেয়ার শপথ নেই। অফিস ঠিক করে করলেও, লেখা পরাতে মন দিতে বরাবরের মতই অসফল। এই পর্যায়ে এসে ঘাড়ে নতুন একটা ভুত চাপে, ছবি তুলে বেড়ানোর ( আমার ঘাড়ে চেপে থাকা বেতালের ভুত এর থেকে জা অনেক বেসি ভাল বলে পরবর্তীতে প্রমানিত হয়)।
জীবনে প্রথম বারের মতো জেনে শুনে একজনকে কষ্ট দেই, যে কিনা আমাকে তার জীবনের থেকেও বেসি ভালবাসত।

কারন আমার মনে হয়েছিল যে এই কষ্ট টা তাকে তার পরবর্তী জীবনের বাধা পার করতে সাহায্য করবে।
বছরের সুরু থেকে আমি একটা মরিচিকার পিছনে দৌড়াতে সুরু করেছিলাম, আর বছরের শেষে এসে উপলব্ধি করলাম, ক্ষতিটা সুধুই আমার এবং আমি ক্ষান্ত দিলাম
এই ছিল আমার ২০১৩ যার একটু খানি টক, একটু মিষ্টি আর বাকি পুরটাই তেত। আমি কখনই চাইব না আমার শত্রুর ও এমন একটি দিন কাটুক যেমন আমার পুরো বছরটা কেটেছে।
এই বছরের সব চাইতে বড় পাওয়াটা ছিল আমার বোন নিকিতা, যে কিনা আমার খুব ভাল বন্ধুও বটে!
বছরের সব চাইতে বড় শিক্ষা- বাবা-মা, ভাইবোন বাদে দুনিয়ার সবাই স্বার্থপর অতএব সাধু সাবধান !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।