আমাদের কথা খুঁজে নিন

   

একদল আশরাফুল মাখলুকাত !

পাগলাটে ... ধোঁয়াশাপুর্ণ এক চরিত্র ... নিজেকে চেনার ব্যস্ততায় সর্বদা ব্যস্ত ... কিছুদিন আগে ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ’র বসুন্ধরা শাখার এক শিক্ষার্থী তারই কলেজ’র বাংলা বিভাগের শিক্ষক পরিমল জোয়ার্দার কর্তক নির্যাতিত হন । এটা আমাদের কারো কাছেই নতুন কোন সংবাদ নয় । অনেক ভাইয়া’রা আবার একটু বেশিই সচেতন । উনারা’রা এই ঘটনা নিয়ে নানাবিধ টাইপের পেজ খুলেছেন; যেগুলো’তে পরিমল’কে নিত্যনতুন উপায়ে প্রত্যহ বাঁশ দেয়া হচ্ছে । এগুলো দেখে বেশ শান্তি শান্তি লাগছিলো এই ভেবে যে, বাঙ্গালী এখন অনেক সচেতন ।

তাদের কোন বোন’র সাথে কেউ অভদ্র আচরন করে পাড় পেয়ে যাবে; তা আর হবে না । “পরিমল’কে বাঁশ মারুন” টাইপ যত্ত পেজ পাইসি; সব গুলা’তে লাইক দিসি । কোন’টাতেই মাশাআল্লাহ পাংখা(ফ্যান)’র অভাব দেখি নাই । মেয়ে’টার জন্য সত্যিই আমি অনেক ব্যথিত । আমার নিজের কোন বোন নাই; তারপর’ও মনে হচ্ছিলো ব্যাপার’টা আমার খুব কাছের কারো সাথে হয়েছে ।

এক পেপার’এ মেয়েটার নাম প্রকাশিত হয়েছে । ওই পেপারের সম্পাদকের “মাইরে বাপ,সেভেন আপ” । =@ গত পরশু’দিন চট্রগ্রাম’এর মিরসরাই’এ ট্রাক উলটে অন্তত ৪৭ জন মারা গেছে; তন্মধ্যে ৩৫ জন ছিল প্রাইমারী স্কুল শিক্ষার্থী । জাতি’র ইতিহাসে কোন সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যায়নি; কি দুর্ভাগ্য কত্তগুলো কচি প্রান এক সাথে হারালাম আমরা । কিন্তু এ নিয়ে যেন কারো কোন গরজ নেই; কোন প্রকার সহমর্মিতা নেই ওই শিশু গুলোর মা’দের প্রতি ।

যেন জাস্ট খবরে দেখলাম; “ইশ” বললাম, আর হয়ে গেলো । ভিকারুন্নেসা’র ওই মেয়ে’টির প্রতি পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি; ওর রেপ হওয়াটা যদি অত্যন্ত দুঃখজনক ঘটনা হয়ে থাকে আমাদের সবার জন্য,তবে এই দুর্ঘটনা’তে আমাদের ঠিক কতটুকু দুঃখ পাওয়া উচিত ? পরিমল’কে নিয়ে আমি ১৫টা পেজ বের করে দেখাতে পারবো ; তোমরা কেউ আমাকে ওই দুর্ঘটনা নিয়ে ১ টা ফেইসবুক পেজ দেখাও । কে একটা স্ট্যাটাস দিসো ওই প্রান’গুলোর জন্য দোয়া চেয়ে ? কে বন্ধু/বান্ধবী’দের সাথে ২ মিনিট ওদের নিয়ে কথা বলসো ? মিরসরাই দুর্ঘটনা নিয়ে কোন ফেইসবুক পেজ নাই,কারো স্ট্যাটাস নাই,কেউ কথা বলে na ; শুধু এই কারনে আমি শোকাহত, আমি জাস্ট সেইটা বলতে চাচ্ছি না । আমি বলতে চাইছি কতটা নির্লজ্জ,বেহায়া,সার্থলোভী আমরা । পরিমল’কে নিয়ে বেশিরভাগ পেজ খোলা হয়েছে শুধু ভিকারুন্নেসা’র অন্য মেয়ে’দের দেখাতে, যে আমরা ছেলে’রা কত্ত দুঃখিত,ব্যথিত,আপ্লুত ওই ঘটনা’টা নিয়ে ।

মেয়ে’দের লাইক পড়তেও সময় লাগে নাই । কিন্তু মিরসরাই নিয়ে এত্ত মাথা ব্যাথা কার ? কারো নাই । সো, কি হবে ওইটা নিয়ে পেজ খুলে,স্ট্যাটাস দিয়ে ? আর কিছু বলতে চাই না । বলার রূচিও নাই । কারো পেজ খুলতে হবে না; স্ট্যাটাস’ও দিতে হবে না, তবে সবাই প্লীজ দোয়া কর যাতে সেই কচি প্রান’গুলোকে আল্লাহ বেহেশত নসিব করেন ।

তাদের মা-বাবাকে এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিয়ে দেন । আমিন ... [আমাদের সকলের লড়াই সফল হতে চলেছে । ভিকারুন্নেসা’র প্রিন্সিপাল পরিবর্তন করা হয়েছে । পরিমল হারামজাদা’র ফাঁসি হবে আশা করছি । এই খবর গুলো ওই মেয়ে’টিকে কিছুটা হলেও মানসিক শান্তি দেবে,এটাই প্রত্যাশা ।

ভালো থাকো বোন তুমি...] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.