আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচন বন্ধের ঘোষণা চান কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এমপি আগামীকাল ৩ জানুয়ারির ভাষণে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্বাচন বন্ধের ঘোষণার প্রত্যাশা করে বলেছেন, দেশের মানুষ রাজনীতি এবং রাজনীতিবিদদের ঘৃণা করতে শুরু করেছে। নির্বাচন কমিশন সরকারের একটি আজ্ঞাবহ সংস্থা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। মানুষের জান-মালের নিরাপত্তা আজ ভূলুণ্ঠিত। পুরো দেশ এক ধরনের রাজতন্ত্রের দ্বারা শাসিত হচ্ছে। মিথ্যা বক্তব্য দিয়ে, দেশের মানুষের কাছে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এ অবস্থা অব্যাহত থাকলে সরকার নিজের দল ও দেশের জন্য আরও বিপর্যয় ঢেকে আনবে। ড. কর্নেল অলি আহমদ গতকাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, এখনো সময় ফুরিয়ে যায়নি। নবম জাতীয় সংসদ বহাল রয়েছে। নির্বাচন বন্ধ করার ব্যাপারে সংবিধানে কোনো বাধা নেই। যেহেতু সব প্রার্থী আপনারই সমর্থিত দলের, এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের কোনো ভূমিকাও নেই।

সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটি পদ্ধতি বের করে, নতুনভাবে নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করুন। আগামীকাল জাতির উদ্দেশে আপনার যে ভাষণ দেওয়ার কথা রয়েছে, আশা করি এই প্রহসনের নির্বাচন বন্ধ করার বিষয়ে আপনার পক্ষ থেকে একটি ঘোষণা আসবে। এতে আপনার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না, বরং গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। আপনি নিশ্চয়ই জানেন, দেশের মিল-কলকারখানা প্রায় বন্ধ। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এবং সর্বোপরি অর্থনীতিতে বিপর্যয়।

খেটেখাওয়া মানুষের আর্তনাদ। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার পরও এ সংকট থেকে বের হওয়া সম্ভব হবে না। দেশের অবস্থা উপলব্ধি করুন, নিজের সুনাম বৃদ্ধি করুন, দেশের মর্যাদা রক্ষা করুন। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করুন। জেদাজেদি করে কখনো কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.