আমাদের কথা খুঁজে নিন

   

বীরগঞ্জে ১৮দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বীরগঞ্জে গতকাল রাতে ১৮ দল এবং বিজিবি সংঘর্ষে ৪ জন গুলিবদ্ধিসহ অর্ধশতাধিক আহত ঘটনায় বীরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার সরকার বাদী হয়ে ১৮দলের ১৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মোঃ আব্দুল ওহাবের পুত্র কারী মোঃ মোস্তফা কামাল (৫০), একই গ্রামের মোঃ আক্তারুল ইসলামের পুত্র মোঃ জুয়েল (৩১), মোস্তফা কামালের পুত্র মোঃ এমদাদুল ইসলাম(১৯), মোঃ ওবায়দুল হকের পুত্র মোঃ আমিনুল ইসলাম (১৮)সহ আহত ভোগনগর ইউনিয়নের পূর্ব চাউলিয়া গ্রামের মৃত আতিকুল্লাহর পুত্র মোঃ সুলতান (৫০), এলাইগাঁও গ্রামের রবিউল ইসলামের পুত্র মোঃ শামীম (২৫)কে চিকিত্সাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে  বীরগঞ্জের শতগ্রাম ইউপির ঝাড়বাড়ী হাটে গতকাল রাত সাড়ে ৮টার দিকে জামায়াত শিবির মিছিল বের করে। এসময় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়সহ আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের দোকান ভাংচুর করে। তারা চলে যাওয়ার পর আওয়ামীলীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে এবং ১৮দলীয় নেতাকর্মীদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।

পাল্টাপাল্টি হামলায় বীর মুক্তিযোদ্ধা গোপাল দেবের দোকান, সোলায়মান মিয়ার বাগদাদ টেলিকম, বাবু ফার্মেসী, রুহুল আমীনের দোকান, সালাউদ্দিনের দোকান, খাজা টেলিকম, জোতিস মাষ্টারের দোকান সহ প্রায় ২০টি দোকান ভাংচুর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আজ সকালে বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.