আমাদের কথা খুঁজে নিন

   

পার্বতীপুর ও বীরগঞ্জে ৬মামলায় আড়াই হাজার আসামী

দিনাজপুরের পার্বতীপুর ও বীরগঞ্জে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ব্যালট বাক্স-পেপার ছিনতাইয় ঘটনায় মামলা হয়েছে আড়াই হাজার মানুষের বিরুদ্ধে। এসব ঘটনায় দুই উপজেলায় ৬টি মামলা হয়েছে।

পার্বতীপুরে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ব্যালট বাক্স-পেপার ছিনতাইয়ের ঘটনায় পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে পার্বতীপুর থানায় ৭শতাধিক দুর্বৃত্তের নামে ৩টি মামলা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ভোট কেন্দ্রে হামলা চলিয়ে পার্বতীপুর মডেল মন্মথপুর কো-অপারেটিভ হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল আমিন সরকার অজ্ঞাত পরিচয় ৩শতাধিক দুবৃত্তের নামে, উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার পাবন কুমার সরকার অজ্ঞাত পরিচয় ২শতাধিক দুর্বৃত্তের নামে পার্বতীপুর মডেল থানা ২টি মামলা ও গত রোববার রাতে সৈয়দপুর রেলওয়ে থানার এসআই আলমঙ্গীর হোসেন ৩/৫ জনকে আসামী করে অজ্ঞাত পরিচয় ২ শতাধিক দুর্র্বৃত্তের নামে ১টি মামলা রেলওয়ে পার্বতীপুর থানায় দায়ের করেন।

এব্যাপারে পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রাহেনুল ইসলাম বলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের নির্বাচনের দিনে ভোট চলাকালে উপজেলার উত্তর সালন্দর ভোট কেন্দ্রে ভোট বর্জনকারী বিক্ষুব্ধ জনতার হামলায় ভাংচুর অগ্নিসংযোগ মারপিট চলাকালে (প্লাটুন কমান্ডার) আব্দুল ওয়াহেদ (৫৫) নামের এক আনছার নিহত হয়।

অপরদিকে মন্মথপুর হাইস্কুল কেন্দ্রে পুলিশের গুলিতে উপজেলা যুব জাগপার সাধারণ সম্পাদক ঢাকা নর্দান ইউনিভারসিটির আইন বিভাগের ছাত্র মাসুদ রায়হান (২২) নিহত হয়। এছাড়াও পুলিশ, আনসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, ৩ সাংবাদিকসহ অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়। বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগও করা হয়েছে। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের নির্বাচনে পার্বতীপুরে ১৮টি কেন্দ্রেরও বেশী কেন্দ্রে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দিলে এই কেন্দ্র গুলোর ব্যালট বাক্স, পেপারসহ নির্বাচনি সামগ্রী পুড়ে ভোট গ্রহন করা সম্ভব হয়নি।

অপরদিকে, বীরগঞ্জে সংসদ নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ১৮দলের অজ্ঞাত ১ হাজার ৯৫০ জন বিরুদ্ধে বিভিন্ন ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩(৪) ধারায় গত রবিবার ৪টি মামলা দায়ের করা হয়েছে।

বীরগঞ্জ পুলিশ জানায়, বীরগঞ্জের শতগ্রাম ইউপির শতগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের দায়িত্বে নিয়োজিত মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে ১৮দলের অজ্ঞাত ৪ হতে ৫শত জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

সাতোর ইউনিয়নের দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের দায়িত্বে নিয়োজিত বীরগঞ্জ ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক ইরফানুল ইসলাম বাদী হয়ে ১৮দলের অজ্ঞাত ২হতে ২৫০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

ভোগনগর ইউনিয়নের দলুয়া গান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের দায়িত্বে নিয়োজিত শতগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বাদী হয়ে ১৮দলের অজ্ঞাত ৭ হতে ৮শত জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসরের দায়িত্বে নিয়োজিত চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্দুস সাত্তার বাদী হয়ে ১৮দলের  অজ্ঞাত ৩হতে ৪শত জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও আসামী সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.