আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ সালের কিছু আর্কষনয়ি মুভির এডভান্স (হোপফুল) রিভিউ!!

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।


বসে বসে ইউটিউব ঘাটতে ঘাটতে নতুন বছরে যে মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে, সেগুলার ট্রেইলার দেখছিলাম।

বেশ কটা মুভিকে ইন্টারেস্টিং মনে হল।





প্রথমে নজরে এল রাসেল ক্রো অভিনীত মুভি "নোয়াহ", নূহ নবীর সেই মহা প্লাবনের ঘটনা নিয়ে বানিয়েছে। জেনিফার কনেলি এবং এমা ওয়াটসন সহ যতটুকু দেখলাম, আশা করা যায় একটা ভালই এডভেঞ্চার ড্রামা মুভি হবে এটা।







এর পরে দেখলাম দ্য এমেজিং স্পাইডারম্যান টু। দুটা বা তিনটা ভিলেন আছে মনে হল, একটা বিশাল সাইব‌‌‌‌‌‌‌‌‌র্গ, একটা নীল রং এর মানুষ আর একজন ইলেকট্রিক ছুড়ছে হাত পা দিয়ে!

নতুন স্পাইডারম্যান আবার সাংঘাতিক মানুষ... কেমনে কেমনে জানি বুলেট থেকে শুরু করে ইলেকট্রিক স্পা‌‌‌‌‌‌‌‌‌র্ক প‌‌‌‌‌‌‌‌‌র্যন্ত পাশ কাটায়ে ফেলে!! এমনি এমনি তো আর এমেজিং বলে নাই!! ট্রেইলারটায় জটিল সব এফেক্ট দেখলাম...






জনী ডেপের নতুন মুভি ট্রানসেনডেন্স এর ট্রেইলার দেখে মাথা খারাপ অবস্থা.... বিজ্ঞান এমন এক অবস্থায় গিয়ে দাড়িয়েছে, মানুষ শেষ প‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্যন্ত সক্ষম হয়েছে এমন এক আ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্টিফিশিয়াল ব্রেইন তৈরি করতে যা কি না শুধুমাত্র মানুষের মত বুদ্ধিমানই নয়, সে পৃথিবীর সব মানুষ মিলে যা বুদ্ধিমত্তা, এবং একই সাথে অতীতের সব বড় বড় মানুষদের সম্মিলিত বুদ্ধিমত্তার সমান!

স্বাভাবিকভাবেই, এ ধরনের একটা উদ্যোগ নিয়ে কিছু মানুষের আপত্তি থাকবেই এবং তাদের মাঝে দু চারজন উগ্রবাদীও থাকবে।

রেডিয়েশন বুলেট দিয়ে আঘাত করা হয় জনী ডেপকে, বেচে গেলেও রেডিয়েশনে খুব শীঘ্রই মারা যাবে... মেনে নিতে পারে না তার গা‌‌‌‌‌‌‌‌‌র্লফ্রেন্ড, তারই প্রভাবে সিদ্ধান্ত নেয়া হয় জনীকে আপলোড করা হবে সুপার ব্রেইনে.... হয়ত সে সেখানে বেচে থাকবে! এর পর থেকে শুরু হয় যত সব নাটকীয় ঘটনা.... বাকিটা মুভির জন্য অপেক্ষায় থাকুন!!

তবে জনী ডেপ বেশ লম্বা সময় পরে একটা নরমাল চরিত্রে অভিনয় করেছেন বলে মনে হল। নো রং চং, নো বিকট ভাবভঙ্গি... লেটস হোপ একটা ভাল জিনিস হবে মুভিটা।






এক্স-মেন: ডেজ অব দ্য ফিউচার পাস্ট... এক্স-মেন সিরিজের লাস্ট মুভিটা দেখে হতাশ হয়েছিলাম।

সে তুলনায় মনে হল নাটকীয়তায়, রহস্যে, একশনে এই নতুন মুভিটা মাচ বেটার হবে।

প্রফেসর এক্সকে আবারও দেখা গেল, কিভাবে সেটার রহস্য মনে হয় মুভিতেই প্রকাশ করবে তারা! আর বরাবরের মত হিউ জ্যাকম্যান হল উলভেরিন!! ট্রেইলার দেখে মনে হল, কোন একটা সাংঘাতিক ভুল করে ফেলেছেন প্রফেসর অতীতে, যার কারনে পৃথিবী জুড়ে এখন মানুষ আর মিউট্যান্ট দের লড়াই। উলভেরিনকে পাঠাবেন প্রফেসর এক্স অতীতে, যেন সেই ভুল করা থেকে বাচাতে পারে সে... এবং আরও কিছু নাটকীয় ঘটনা... আশা করা যায় মুভিটা ভালই হবে...







ক্যাপটেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার নিয়ে বেশি কিছু বলার নাই। মনে হল টিপিকাল ফিউচারিসিটিক একশন এডভেঞ্চার মুভি হবে। এভেঞ্জারে যে বিশাল ভাসমান জাহাজ দেখা গেছে, সেরকম অনেকগুলো দেখা গেল ট্রেইলারে।

মনে হল কেউ কারও উপরে বিশাল আক্রমনের ধান্দা করছে। দেখা যাক কে কার উপরে আক্রমন করে, সব কিছু জানা যাবে মুভিতেই!






এজ অভ টুমরো। টম ক্রুজ এবং এমিলি ব্লান্ট (মেয়েটারে আমার ভারী পছন্দ!!) অভিনীত এই সুপার সাইফাই মুভিটার ট্রেইলার দেখে চোখ ট্যারা হয়ে গেল। সুপা‌‌‌‌‌‌‌‌‌র্ব সব এফেক্ট আর চমৎকার গ্রাফিক্স!!

তার সাথে টম ক্রুজের উপস্থিতি আশা যোগায় মনে যে মুভিটা দারুন উপভোগ্য হবে!! এর সাথে জানা গেল পরিচালক হলেন ব‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্ন আইডেনটিটি এর পরিচালক।

বার বার মারা যাচ্ছে টম ক্রুজ, আবার জীবিত হচ্ছে অতীতের কোন এক সময়ে।

যুদ্ধে যাচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধের পর মারা যাচ্ছে, আবার জীবিত হচ্ছে অতীতে, আবার... আবার.. আবার... বাকিটা মুভিতে দেখে নিন!! নয়ত আমার মত ট্রেইলার দেখে চোখ ট্যারা করে ফেলুন!!







ট্রান্সফরমার সিরিজ নিয়ে আমার ব্যক্তিগত মত হল একমাত্র প্রথমটা ছাড়া বাদবাকি সব কয়টা রাবিশ। এই সিরিজের চার নম্বর মুভিটা যে কি হবে তা খোদাই জানেন। তবে ঝকঝকে একশন দেখতে চাইলে বেশ ভাল জিনিস এটা!!

পৃথিবীর কোন এক বিজ্ঞানী আবিস্কার করে ফেলেন, কিভাবে ধ্বংস করতে হবে অটোবটদের। একদম পুরাই শেষ!! নো কামিং ব্যাক!! আর সেই আবিস্কারে আগ্রহী হয়ে পড়ে আমেরিকান গভ‌‌‌‌‌‌‌‌‌র্ণমেন্ট, কারন অটোবটরা আসার পরে দুনিয়ার উপরে তাদের মাতব্বরী করার সুযোগ গেছে কমে!! দুনিয়ার বিগ ব্রাদার আর তারা নয়!! সুযোগ পেলে যে আবার তারা শী‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্ষে উঠতে চাইবে, ছড়ি ঘোড়ারে চাইবে, এ আর নতুন কি!!

সুতরাং নতুন ধরনের সংঘাত, এবং আশা করা যায় ভাল কিছু দেখাবে এবারে। নতুন আরও যুক্ত হয়েছে মা‌‌‌‌‌‌‌‌‌র্ক ওয়ালবা‌‌‌‌‌‌‌‌‌র্গ।

তবে তার চরিত্র বোঝা গেল না। দেখা যাক!!






রোবোকপ নিয়ে আমার একটা ভালবাসা আছে। সেই ক্লাস থ্রিতে থাকার সময়ে এই ভালবাসার সুচনা এবং সেটা এখনও ব‌‌‌‌‌‌‌‌‌র্তমান!!

সেই পুরনো রোবোকপ আবার নতুন করে বানাচ্ছে হলিউড এবং আমি ভীত যে রিমেকের নামে পুরনো ইমেজের বারোটা বাজাবে বরাবরের মত। ট্রেইলারেই যে চেহারা দেখেছি রোবোর, তাতে যে কেউ ভয় পাবেন!! তবে কাহিনী পুরাতনই, একটু ভিন্ন করে উপস্থাপন... এখণ অপেক্ষা...





হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন আমার খুব পছন্দের একটা এনিমেশন, সেটার পা‌‌‌‌‌‌‌‌‌র্ট টু বার হচ্ছে। মাঝে এই নামে একটা সিরিজ হয়েছে, তাতে বেশ কিছু আপডেট পাওয়া গেছে।

তবে নাম্বার টু মুভির যে ট্রেইলার দেখলাম, তাতে মাথা চক্কর দেয়া উচিত!! নায়কের নতুন কসটিউম, আর তার সাথে নানারকম চমকপ্রদ ঘটনা, ট্রেইলার দেখে সিরিয়াসলি আশা হল মুভিটা দেখে মন ভরবে।


আপাতত আমার ট্রেইলার দেখা শেষ!! ভবিষ্যতে আবার ট্রেইলার দেখতে বসলে আরও কাহানী বলা যাবে ক্ষণ!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.