আমাদের কথা খুঁজে নিন

   

একটি শব্দ দূষণ(ধর্মান্ধ)

সুন্দরের কাছেই সব দায় ভার

সাংবাদিক, বুদ্ধিজীবি , সাধারন মানুষ সবাই চলমান হিন্দু ভাই বোনদের উপর নির্যাতনের জন্য কতিপয় ধর্ম + অন্ধ মানুষকে দ্বায়ী করছেন।
ছোট বয়সে আমরা কম-বেশী মসজিদ, মন্দির , বুদ্ধ বিহার অথবা চার্চে কিংবা পিতা-মাতার কাছে ও ধর্ম গুরুদের কাছে কিছু শিক্ষা গ্রহন করি যাকে ধর্ম বা ধর্মালয়ের শিক্ষা বলি।
আমার বিশ্বাস কেউ সেই শিক্ষায় অন্ধকার দেখেননি। ¯্রষ্টার নানা রুপের প্রতি বিশ্বাস এবং ইহলোকে সুন্দর চরিত্র গড়তে ও ভাল মানুষ হতে শিখায়। এতে অন্ধকার নেই শুধুই আলো।

কয়েকটা ধর্ম গ্রন্থ পড়ার এবং দেখার সুযোগ হওয়ায় বলতে পারি পৃথিবীর কোন প্রতিষ্ঠিত মূলধারার ধর্মেই অন্ধকারের স্থান নেই ।
তাই যার কাছে ধর্ম আছে তার কাছে অন্ধকার নেই , যিনি ধার্মিক সে অন্ধ না; অন্ধ হতে পারে না ।
যে কারো প্রতি, যে কোন পারিপার্শীকতায় কোন অন্যায় কাজ করা ধর্মের শিক্ষা বা ধার্মিকের অচোরণ হতে পারে না।
ধর্ম যুদ্ধ মানে সত্য ও মিথ্যার লড়াই। জাতি -গোষ্ঠি, ব্যাক্তি-সমাজ এর পক্ষে -বিপক্ষে হতে পারে না।

(যারা ধর্ম যুদ্ধকে ধর্মীয় স্বার্থ হসিল এবং ধর্মীয় উন্মাদনার যুদ্ধ বলে তার্কিক হতে ভালবাসেন তাদের উদ্দেশ্যে)
ধর্ম যদি অন্ধ হয় তাহলে কি আমাদের মা –বাবা আমাদের ভালবেসে নিস্বার্থভাবে অন্ধারের মধ্য দিয়ে বড় করেছেন?
ধর্ম অন্ধকার থেকে মুক্ত, যেহেতু ধর্মান্ধ বলে কিছু নাই, তাই মন্দির -মসজিদ ভাঙা, মুসলিম-হিন্দুর উপর নির্যাতন, হিন্দু-মুসলিম এর উপর নির্যাতন কোন ধার্মিকের কাজ হতে পারে না। শুধু মাত্র মুসলিম-হিন্দু নামধারী কিছু বর্বর সমাজ পতি, লোভী ব্যাবসায়ী, রাজনীতির বেশ্যাদের কাজ ছাড়া আর করো কাজ হতে পারে না।
কথায় কথায় সমাজের চরিত্রহীন রাজনৈতিক ও সমাজপতিদের কর্ম ঢাকার জন্য দয়া করে আপনার আমার পরম শ্রদ্ধেয় মা-বাবা র সেখানো ধর্ম আর তাদের বিশ্বাসকে অসন্মান করবেন না। দয়া করে নিজের অজান্তে অন্যের স্বার্থে নিজের অস্তিত্ব বিলিন করবেন না ।
যা হচ্ছে দেশে শুধুই ভ্রষ্ট রাজনীতি হচ্ছে, আর আমরা, দেশ প্রেমিক না হয়ে দল প্রেমিক হতে হতে কখন যে অ-মানুষ হয়ে গেছি, সেটাও হয়তো ভুলে গেছি।


ছোট বেলায় মসজিদে এবং মা বাবার শিখানো একটা দোয়া করছি দেশ এর জন্য- হে আল্লাহ জমিনের মছিবত জমিনে দাফন করে দাও, আসমানের মছিবত আসমানে উঠিয়ে দাও। আমাদের পৃথিবীতে কল্যান দান করো আর পরকালে মুক্তি দান করো। সালা-মান সালা-মা.. / শান্তি .. শান্তি ..
আমিন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.