আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর প্রিজন ব্রেক...

যেদিন জানব...!

কিছুদিন আগে 'Breaking Bad' নিয়ে ভালো লাগা লিখেছিলাম। তখন পর্যন্ত 'Prison Break' অদেখাই ছিল। এই তো সেদিন শেষ করলাম, দেখার পর বুঝলাম অতুলনীয়।



কাহিনী শুরু হয় মাইকেল স্কোফিল্ড, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে। সে তার একমাত্র ভাই লিংকনকে মৃত্যুর হাত হতে বাঁচানোর জন্য ব্যাংক ডাকাতি করে জেলে যায়।

এক্ষেত্রে লিংকন নির্দোষ হবার পরও কোন গভীর ষড়যন্ত্রের কারণে দোষী সাব্যস্ত এবং মৃত্যুই তার সর্বোচ্চ শাস্তি । এদিকে অন্তিমদিন আসন্নপ্রায়, তাই মাইকেল ঠিক করে, লিংকঙ্কে নিয়ে সে জেল হতে পালাবে। কিন্তু কিভাবে?



জেলে দেখানো হয়, খুব তুচ্ছ কিছু কারণেও কত মানুষ মানবেতর জীবন যাপন করে যায়। ওদিকে জেলেও বিভিন্ন গ্যাং আছে, ওদের খুশি করে চলতে না পারলে একমিনিটও টেকা দায়। সাথে আছে অসৎ গার্ড, পদে পদে কারণে-অকারণে তাদের চোখ রাঙ্গানি।





'Prison Break' মোট ৪টা সিজন নিয়ে তৈরি। ৩য় সিজন ছাড়া সব সিজনেই ২২টি করে এপিসোড। সবারশেষে ফাইনাল ব্রেক নামের একটি এপিসোডও থাকে।





এই কাহিনী কেউ না দেখে থাকলে সে যে কি পরিমাণে বঞ্চিত তা বলে বুঝানো যাবে না। কাহিনী তো অসাধারণই, সাথে আছে প্রতিটি চরিত্রর অনবদ্য অভিনয়।

ব্যক্তিগতভাবে, আমার মাইকেল স্কোফিল্ড, অ্যালেক্স মাহন, টিব্যাগ--এই তিনজনকে অসাধারণ মনে হয়েছে। আমার দেখা ব্যাটমানের জোকারের পর টিব্যাগকে খলচরিত্রে বেশি ভালো লাগছে, একেবারে জাত অভিনেতা।

কাহিনীতে সব চরিত্রের মহান উদ্দেশ্য হল, পৃথিবীতে তাদের সাথে যেকোন প্রকারের অন্যায় হলেও, তারা কোনভাবেই তাদের পরিবারের উপর তার কোনরূপ আঁচর পড়তে দিবে না। এটা এমনকি খলনায়কের ক্ষেত্রেও সাজে।

সবশেষে সাউন্ডট্রাকের কথা না বললেই নয়, উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য যথেষ্ট।



না দেখে থাকলে অবশ্যই দেখা উচিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।