আমাদের কথা খুঁজে নিন

   

আমি লজ্জিত, আমায় ক্ষমা কর

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই ব্লগ লুল এ ভরপুর,পিছলা খাইলে ব্লগার দায়ী নহেন আমি নিজেকে কখনোই কৃতিত্ব বঞ্ছিত করিনি,কখনোই কোন বিষয়ে নিজেকে ছোট করে বিচার করিনি,চেষ্টা করেছি নিজেকে সর্বদা যুক্তি আর সততার পাশে রাখতে,কিন্তু আজ নিজেকে আমার কাছে পরাজিত মনে হচ্ছে,মনে হচ্ছে আমি নিজে নিজের কাছে ছোট হয়ে গেছি। আমি লজ্জিত আমি একজন পুরুষ। আমি লজ্জিত কারন পুরুষের মুখোশধারী কিছু পশুর নৃশংস লালসার আঘাতে সমাজের নারীরা আজ ক্ষতবিক্ষত। সারা দেশ জুরেই একের পর এক ধর্ষণ,হত্যা আর নির্যাতনের খবর শুনে গেছি আর আক্রশে ফুশেছি,ঘৃণা করেছি অন্তর থেকে। আর কিছু সময়েই বেমালুম ভুলে গেছি।

দিল্লি দামিনীর ঘটনা জেনে উদ্বিগ্ন হয়ে তার জন্য প্রার্থনা করেছি, মৃত্যুতে আমি কেঁদেছি,আর টাঙ্গাইলের সেই ছোট মেয়েটির যন্ত্রনা আমকে দগ্ধ করে যাচ্ছে। এক অপরিচিত আক্রোশে ছটফট করছি। কিন্তু আর কতদিন এভাবে নিজেকে নিজের কাছে ছোট করে যাব। যথেষ্ট হয়েছে আর নয়। ।

সময় হয়েছে এই নৃশংসতার বিরুদ্ধে লড়াইয়ে নামার,লড়াই সেই জন্মদাতা,সেই অন্ধ সমাজের বিরুদ্ধে যারা সেই অসহায় নির্যাতিতকে আঘাত করে গেছে ..........লড়াই নিজের কাছে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করার। পুরুষ নয়, নিজেকে মানুষ হিসেবে তৈরি করার। তাই আমি নিজের কাছে শপথ করছি ,আজ এই মুহূর্ত থেকে আমি কোন নারীর প্রতি সজ্ঞানে,সচেতন বা অবচেতনে অসম্মান ও অশ্রদ্ধা প্রদর্শন করবোনা। আর কেও যদি করে তাকে প্রতিরোধ কোরব। কেও আমার পাশে থাকুক বা না থাকুক আমি আমার জীবনের বাকি দিনগুলি এটাকে নিজের লড়াই হিসেবে লড়ে যাব।

ঈশ্বর আমাদের শক্তি দান করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।