আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির দোষারোপের খেলায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা

জীবনতো একটাই । হই না একটু অন্যরকম

রাজনীতি নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নাই । মূলত এখন সব কিছুতেই চলছে এই রাজনীতির কথা । কিন্তু কেউ কি সেই মানুষ গুলার কথা ভাবে ? ভাবে তাঁদের পরিবারের কথা ?
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের দৃশ্য যে দেখবে তাকেই কাদতে বাধ্য করবে । অল্প বয়সে স্ত্রী এর স্বামী হারানো শোকে বেদনার কান্না ।

ছোট ছেলের তাঁর বাবার কাছে যাবার চিৎকার । মায়ের হাহাজারি !!! কিন্তু কই আমরাতো তা নিয়ে কেউ কিছু বলিনা ।
রাস্তা ঘাটে যারা গাড়ি চালায় তারা কোন দলের নেতা কর্মী না । তারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ । জীবনের তাগিদে তারা রাস্তায় নামে ।

নিজের ও নিজের পরিবারের জন্য দু মুঠো খাবার জোগানোর জন্য তারা রাস্তায় নামে । কিন্তু কি হয় ?? যত হরতাল-অবরোধ হোক যা ক্ষতি হয় এই এদের ই হয় ।
কারণ এখনতো চলছে লাগাতারের হরতাল-অবরোধের মিছিল । যারা দেয় তারাতো হুকুম এর জন্যেই দিয়ে দেয় । মুখ দিয়ে বললো আর হয়ে গেলো ।

আর সরকার একটু পুলিশ বাহিনী নামায় দেয় যে মুখশ্রুতিতে প্রতিরোধের জন্য ।
এই যে পেট্রোল বোমা ছুড়ে মারা হয় চলন্ত গাড়িতে । এই যে মানুষ অগ্নিদগ্ধ হয় । এই যে মারা যায় । কারা মারতেছে এইটা আমরা কেউ জানিনা ।


সরকারী দলের কথা হলো এইটা বিরোধী দলের কাজ । তাঁদের আমরা খুঁজে বের করবো ।
বিরোধী দলের কথা এইটা সরকারী দলের কাজ । নিজেরাই তাঁদের নিজেদের লোক দিয়ে করাচ্ছে ।

এই যে সংখ্যা লঘুদের উপর নির্যাতন হচ্ছে ।


একদল বলছে সংখ্যালঘুরা ভোট দিছে তাই জামাত শিবির ও বি এন পি এর কর্মীরা এইটা করছে । আর ভারত এই নির্বাচনের পক্ষে তাই সংখ্যালঘুদের ভারতীয় দালাল বলে উষ্কে দিচ্ছে ।
আরেক দল বলছে এই প্রহসনের নির্বাচন এর ব্যাপার টা আড়াল করার জন্যেই সরকার তাঁদের এজেন্ডা দিয়ে এই কাজ করিয়ে বিরোধীদলের নামে এক নতুন ইস্যু তৈরি করছে ।

মাঝখান দিয়ে যারা করছে কেউ তাঁদের নামে টু টুকুও করতেছে না । আসলে এখন অবস্থা এমন হয়ে গেছে কেউ এখন অপরাধ নিয়ে বা অপরাধী নিয়ে মাথা ঘমায় না ।

মাথা ঘামায় দুই দলকে দোষারোপ দিতে । কি এবং কত কায়দায় দোষারোপ দেওয়া যায় । আরে ভাই এই ভন্ডামী রাখেন । ফেসবুকে কিছু ঘটলেও দেখি দুই দলের একটিভিষ্টরা পাল্টাপাল্টি পোষ্ট করে ব্লগেও তাই । তবে কয়জনকে আমি ব্যাতিক্রম দেখতে পাচ্ছি ।



এই সুশীল গিড়ি আর কতদিন রাখবেন ?
আসলে যার যায় সেই বুঝে জালা বাকিটা এখন রাজনীতির আওতায় চলে গেছে । কে কি অপরাধ করলো সেইটা মুখ্য বিষয় না । এখন আসছে লজিক বিচার বিশ্লেষণের । বিচার বিশ্লেষণ আর তাঁর সাথে একটু ইতিহাস দিয়ে দোষারোপ চলতেছে । এতে করে অপরাধীরাও সুযোগ পেয়ে যাচ্ছে না ?
সেইদিন টা দূরে নাই যখন চুরি ডাকাতিও রাজনীতির খেলার আওতায় আসবে না ।

এই সভ্য সমাজ আর এই হলো কিছু সভ্য মানুষের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.