আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষন

بسم الله الرحمن الرحيم -الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين

কিছু
কিছু
কথা
বা হাদিস না জানলেই নয়।


১.হযরত ইবনে উমর (রাঃ) বর্ননা করেন,রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর যিকির ছাড়া বেশি কথা বলোনা। এই কারনে যে, আল্লাহর যিকির ছাড়া কথা মনের ভিতর কাঠিন্য সৃষ্টি করে। আর আল্লাহর থেকে সেই ব্যক্তি বেশি দূরে থাকবে,যার অন্তরে কাঠিন্য সৃষ্টি হবে। (তিরমিযী)

২.হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ননা করেন,রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর কাছে কঠিন শ্রম,মহামারী,দুর্ভাগ্য,এবং শত্রুদের সন্তুষ্টি থেকে আশ্রয় সন্ধান করো।

(বুখারী ও মুসলিম)

৩.হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ননা করেন,আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ আল্লাহর কসম! আমি দৈনিক সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। (বুখারী)

৪.হযরত মুয়াবিয়া (রাঃ) বর্ননা করেন,আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি; তুমি যদি মুসলমানদের দোষ-ত্রুটি সন্ধান করো তাহলে তাদেরকে ফেতনা-ফ্যাসাদে জড়িয়ে ফেলবে। কিংবা অচিরেই তারা ফেতনা-ফ্যাসাদে জড়িয়ে পড়বে। (আবু দাঊদ)

৫.হযরত উকবা বিন্ আমের (রাঃ) বর্ননা করেন, আমি নিবেদন করলামঃহে আল্লাহর রাসূল!পরকালীন নাজাত কিভাবে অর্জন করা যেতে পারে?তিনি বললেনঃনিজের জিহবাকে সংযত রাখো এবং নিজের ঘরে অবস্থান করো। আর নিজের ভুল-ত্রুটির জন্যে (আল্লাহর কাছে) কান্নাকাটি করো।

(তিরমিযী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।