আমাদের কথা খুঁজে নিন

   

আবেগের কিছুক্ষন

জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না.. না, আজ কোন কবিতা লিখিনি। না, লিখিনি কোন কাব্য। আজ মনের কিছু কথাই এই সাদা কাগজে লিখব। কেন লিখছে তার নামে তাও জানিনা...... ভাব্বে কি সে আমার নামে তাও ভাবিনা। জানি, জিবনে এমন অনেক সময় আসে যখন কিছু পাবার জন্য কিছু হারাতে হয়...সে যাই হোক না কেন।

কেউ তার জমিজমা, আবার কেউ মান সম্মান, কেউ বা আবার তার অস্তিত্বটাই বিলিয়ে দেয় চিরতরে ...... কেন? এমনটি কেন হয়? কেন'না বিনিময় ছাড়া এ পৃথিবীতে কেউ কিছু পায়না, আর কিছু দেয়ও না। হয়তো বা আমার বুঝের অভাব, কিংবা আমি উচ্চজ্ঞ্যনের কেউ নই, তাই এই রকম টা ভাবচ্ছি!! আমার জিবনে আমি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়তে চাই, জানি না তা কখনো হতে পারবো কি না.... মানুষের সাথে আত্ত্বার সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে, আজ সেই বড় সম্পদটুকুই চাই কিনে নিতে..মন দিয়েই মনটা ছোয়া যায়.. কষ্ট দিয়ে কষ্টকে চেনা যায়..তবুও এই পৃথিবীতে, মানুষ মনটাকে মূল্য দেয়না, আর যারা দেয় তাদের কে লোকে অসাভাবিক ভাবে, নয়'তো ভাবে মানুষটি বোকা। সরল সোজা থাকা আর বাকো হওয়ার মাঝে অনেক তফাত আছে এটা আমার ধারোনা। আমি আমার যে কোন কাজে সফল হতে চাই, আর অবশ্যই তা শত পথে.. কিন্তু আমি আমার অস্তিত্ব হারাতে চাই না, চাইনা লোকে আমার সফলতাতে প্রশ্ন উঠাক, আমার জিবনের প্রত্যেকটা কদম এমন হোক যেনো লোকেরা গর্ভ করে বলতে পারে যে হে এটা আমাদের এলাকার মেয়ে, আমার মা-বাবা যাতে বলতে পারে গর্বের সাথে যে আমি তাদেরি সন্তান.. আমি স্নেহ ভালোবাসি আর চাই লোকে আমায় স্নেহের চোখে দেখুক। আর যদি কারো স্নেহকে আমি কোন ভূল ভাবি তোবে আমি ক্ষমাপার্থী, কেনো না আমি চাইনা কেউ আমার কারনে কষ্ট পাক, কাউকে আমার জন্য কাঁদতে হোক তাও আমি চাইনা।

আর যদি নিজের অস্তিত্ব হারিয়ে তাকে বিলিয়ে জিবনে কিছু পেতে হয় তো আমি সেই সফলতাকে ত্যাগ করলাম। কেন না আমার পক্ষে তা গ্রহণ করা সম্ভব নয় কখনো। কারো কাছে আজ ক্ষমা চাওয়ার ছিলো, জানি একবার হলেও সে চোখ রাখবে এই ব্লগ পাতায় ...... যদি পারেন তো আমায় ক্ষমা করবেন অবুঝ ভেবেই আপন মনে করেই তবুও আমাকে ক্ষমা করবেন। আর এই উপকার আমি কোন দিন ভূলবো না কোনদিনও না। ভালো থাকবেন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৯৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।