আমাদের কথা খুঁজে নিন

   

ধনীর ছেলেও কেন বিনামূল্যে বই পাবে ?

নতুন বছর । আমাদের ছেলে মেয়েরা নতুন ক্লাশে উঠেছে । ঘটা করে তাদের নতুন বই দেয়া হয়েছে । ঝকঝকে চকচকে বই । স্কুলে স্কুলে খুশির বন্যা ।

তার ছবি সংবাদ পত্রের পাতায় প্রকাশিত হয়েছে । বিনামুল্যে বই বিতরন । সবাই পেয়েছে বোর্ডের একসেট বই । ধনী গরীব নির্বিশেষে । অদ্ভূত একটি দেশ আমাদের ।

আয়ের খবর নেই । রাজস্ব ফাঁকি দেয়ায় আমাদের জুড়ি নেই । সর্বক্ষেত্রে কর এড়িয়ে যাওয়ার নানাবিধ তরিকা আমাদের নখ দর্পনে । সরকারের আয় কম । ব্যয়ের সঙ্গতিও কম ।

তবে ভর্তূকির ক্ষেত্র আর চাহিদা অবারিত । সঠিক রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে এলে , অপ্রয়োজনীয় ভর্তূকি হ্রাস পেলে তবেইনা উন্নয়নের ধারা গতিশীল হবে । দরিদ্র শ্রেণীর শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য তাদেরকে বিনামূল্যে বই দেয়া যুক্তি সংগত । কিন্তু বাকীরা , যাদের বই কেনার যথেষ্ট সামর্থ আছে তাদেরও কেন বিনামূল্যে বই দিতে হবে ? এতে কি কোটি কোটি টাকা খরচ হয় না ? সেই টাকা গরীব দেশের ক্ষুদ্র সংকুচিত রাষ্ট্রীয় কোষাগার থেকেই ব্যয় হয় । শুধুমাত্র দরিদ্রশ্রেণীকেই বিনামূল্যে বই দেয়া বা আরো বর্ধিত সহযোগিতা করা যেতে পারে ।

নিম্নবিত্ত , মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এতে অন্তর্ভূক্ত করার বিলাসী প্রয়াস বন্ধ করা প্রয়োজন বলে মনে করি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.