আমাদের কথা খুঁজে নিন

   

ধনীর দুলালির প্রতি মধ্যবিত্তের দুলালের ক্ষুদেবার্তা (অপ্রকাশিত)

ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা রাগ করার কিছু নেই,আমি আগেও বলসি এখনো বলতেসি, তাড়াতাড়ি ছাড়ও আমারে। অনেক তো হল, মিডল ক্লাস ফ্যামিলির পোলা আমরা, তোমগো মত বড়লোক না। সত্য কথা কই একটা, কি করবা বিবেচনা তোমার। টাকা নাই বইলা দুপুরে খালি দুইটা শিঙ্গাড়া খাইসি, এখনো ওইটার উপরেই আছি, রাতে কি খামু জানি না, রান্না হয় নাই। এটা শুধু আজকের কথা না, মাসের শেষ কটা দিন আমগো সবার এমনেই কাটে, খিদা লাগলে ঘুমাই।

কালকে প্রোগ্রামিং এক্সাম, খিদা লাগলেও ঘুমাইতে পারি নাই। তোমার লগে ঝগড়া করার মুড নাই তাই ফোন কাইটা দিসি। লাইফ নিয়া স্বপ্ন দেখি, একদিন এই কষ্ট থাকবে না আশা করি। বাপ মার কাছে চাইলে জানি সব পামু, কোনোদিন না করে নাই করবও না। কিন্তু বড় হইসি তো,তাগো কষ্ট আর ডেডিকেশন বুঝি।

আগে বুঝতাম না, চাইতাম, পাইতামও, কিন্তু এখন আর চাইতে পারি না, এইটা আমগো ডেডিকেশন। এখন যারা বড় মানুষ, তাদের অনেকেই লাইফে এর চেয়ে অনেক বেশি কষ্ট করসে, তোমার বাপেও। খ্যাত মনে হয় তোমার কাছে এইগুলা, কিন্তু এইডা সত্যি। কোনোদিন বলিনা তোমারে, তাই তুমি জানো ও না। তোমারে নিয়া একদিন বিএফসি, কে এফসি আর পিঁজা হাট যাওয়া নতুবা সিনেপ্লেক্সে সিনেমা দেখা যে মেসে আমার এক সপ্তাহের মিল বন্ধের বিনিময়ে, তা তুমি কখনো জানবে না,আমিও জানাব না।

এটা যে আমার আনন্দ, ভালোলাগা। আমার এই অক্ষমতাগুলো কখনো কোনোভাবে সামান্য পরিমানে তোমার কাছে প্রকাশিত হলে, তুমি বল ছেড়ে যাবে। ছেড়ে গেলে যাও, তোমার লগে আমি অন্য কোন দিক দিয়া যাই জানিনা তবে তোমার ভাষায়ে যে শব্ধটি 'স্ট্যাটাস', তার সাথে যে যাই না তা আমিও জানি এখন। কিন্তু এইটাও জানি, কপালে থাকলে তোমারেই বিয়ে করব একদিন, সত্য ভালোবাসা আমার। এই 'স্ট্যাটাসের' ছেলেদের অধিকাংশেরই ভালোবাসা বোধটা একটু বেশিই প্রখর।

অনেক ভালোবাসি তোমারে কিন্তু এটাও জানি আমার ভালোবাসা তোমার স্ট্যাটাসের ভালোবাসার মত না, একটাতে সবকিছুই আবেগ অন্যটাতে এই অংশটুকু যৎসামান্য, অলীকও বলা যায়। মাঝেমাঝে দুঃখ লাগে, লজ্জা হয় নিজ দুর্বলতায়ে, ঘুমাই তখন। স্বপ্ন দেখি তোমার স্বপ্ন পূরণের। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.