আমাদের কথা খুঁজে নিন

   

একদলীয় নির্বাচন প্রতিহত করতে রুখে দাঁড়াতে হবে

বিকল্পধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, একদলীয় নির্বাচন প্রতিহত করার জন্য আমাদের একত্রে রুখে দাঁড়াতে হবে। এ সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও রিমান্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই রিমান্ড শেষ নয়, আরও রিমান্ড আছে। এই রিমান্ড নিয়ে যাবে সেই রিমান্ডের কাছে। তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে নিতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির প্রতিনিধি হয়েই আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মহাসমাবেশে যোগদান করেছি। হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, ভোট ডাকাতি করে কাদের সিদ্দিকীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা তা করতে পারেননি। তার (কাদের সিদ্দিকীর) হাত আরও শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ৩০০ আসনেই ভোট চুরির নীলনকশা তৈরি করার পাঁয়তারা চালাচ্ছেন। এটা এ দেশের জনগণ কখনোই মেনে নেবে না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, সখীপুরের মানুষ ভোট ডাকাতির প্রতিবাদ করে ইতিহাস সৃষ্টি করেছে। তিনি বলেন, এরশাদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আমার সমাবেশে এলে আমি বেশি খুশি হতাম।

এরশাদ এখনো মহাজোটে আছেন, মহাচোরের গোষ্ঠীর মধ্যে আছেন তাই আমি তাকে দাওয়াত করিনি। আর যতক্ষণ মহাজোটে থাকবেন ততক্ষণ তার সঙ্গে কোনো কথা বলব না। এরশাদের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। বেশি খেলা ভালো নয়। বেশি খেললে তাকে ডুবে মরতে হয়।

তারা শুক্রবার বিকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সখীপুর-৮ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বঙ্গবীরের সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির প্রতিবাদে প্রতি বছর দিবসটি পালন করে আসছে কৃষক শ্রমিক জনতা লীগ। এবার দিবসটি পালন উপলক্ষে ওইদিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও ভোট ডাকাতি দিবস পালনে মহাসমাবেশ করে দলটি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.