আমাদের কথা খুঁজে নিন

   

বরখাস্ত মিলান কোচ আল্লেগ্রি

রোববার ইতালির শীর্ষ লিগ সেরি আয় ‘ছোট দল’ সাস্সুয়োলোর কাছে ৪-৩ গোলে হেরে যায় এসি মিলান। পরদিন এক বিবৃতিতে আল্লেগ্রিকে বরখাস্তের সিদ্ধান্তটি জানায় ক্লাব কর্তৃপক্ষ।

"মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি ও তার স্টাফদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। "

বিবৃতিতে জানানো হয়, নতুন কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত সহকারী কোচ মাউরো তাস্সোত্তি এ দায়িত্ব পালন করবেন।

আল্লেগ্রির ছাটাই হওয়ার খবর অবশ্য অনেকটা প্রত্যাশিতই ছিল।

ঐ হারের পর মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনির মেয়ে ও ক্লাব পরিচালক বারবারা বার্লুসকোনি কোচকে মৌসুমের শেষ পর্যন্ত সময় না দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

ক’দিন আগে ৪৬ বছর বয়সী ইতালির এই কোচ জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষেই দল ছাড়বেন তিনি। রোববার লজ্জাজনক এই হারের দায়টা মেনে নিয়ে আল্লেগ্রি সাংবাদিকদের জানান, নিজে থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছে তার নেই। ক্লাব অবশ্য নিজের মতো করে বিবেচনা করতে পারে।

২০১০ সালের ২৫ জুন, মিলানের কোচ হিসেবে নিয়োগ পান আল্লেগ্রি।

প্রথম বছরেই তার অধীনে সেরি আর শিরোপা জেতে মিলান। একই মৌসুমে ইতালির সুপার কাপও জেতে দলটি।

তবে এর পর আর সাফল্য পাচ্ছিল না মিলানের দলটি। চলতি মৌসুমে ১৯ ম্যাচে মাত্র পাঁচটি জয় পেয়েছে তারা। সাতটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।

লিগের ঠিক মাঝামাঝি অবস্থায় এসে ২২ পয়েন্ট নিয়ে মিলান এখন আছে একাদশ স্থানে।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।