আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে দাঁড়াতে মরিয়া উইন্ডিজ

সুর পাল্টে গেছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়াইন ব্রাভোর। ওয়ানডে সিরিজে সমতা আনার পর তিনি বলেছিলেন, 'দলের তারকা ক্রিকেটাররা না থাকলেও টি-২০ সিরিজে কোনো সমস্যা হবে না।' কিন্তু প্রথম ম্যাচে তো নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এখন 'বিগ হিটার'দের অভাববোধ করছেন তিনি। কাল অ্যাকল্যান্ডে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে। হারলে হোয়াইটওয়াশ, জিতলে ড্র। জয়ের প্রত্যাশা থাকলেও খুব একটা ভরসা পাচ্ছেন না ক্যারিবীয় অধিনায়ক নিজেই।

ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে জয় পেয়েছিল মূলত ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, ড্যারেন স্যামির মতো বিগ হিটারদের দাপুটে ব্যাটিংয়ে ভর করেই। কিন্তু ইনজুরির কারণে তাদের কেউ-ই খেলতে পারছেন না। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে তাদের অভাবটা পরিষ্কার লক্ষ্য করা গেছে। ডোয়াইন ব্রাভো বলেন, 'নিউজিল্যান্ড দারুণ খেলছে। জয়ের কৃতিত্ব ওদেরই। কারণ কিউইরা তাদের সেরা খেলাটা প্রদর্শন করছে। কিন্তু আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। আমাদের বিগ হিটাররা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। টি-২০তে এমন ফরম্যাটের খেলা, এখানে অনেক বেশি ছক্কা হাঁকাতে না পারলে বড় স্কোর করা কঠিন।'

এদিকে দ্বিতীয় ম্যাচেও জয়ের কথা বলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম। সিরিজটা ২-০ ব্যবধানেই তিনি শেষ করতে চান। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটা তত সহজ হবে না বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজের মতো টি-২০ সিরিজটাও যাতে হাত ছাড়া না হয় এজন্য সবাইকে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করার কথা বলেছেন ম্যাককালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.