আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীর জামিন নামঞ্জুর

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি তাদেরই মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে নির্ধারিত সময়ে ঐশী যাতে 'ও' লেভেল পরীক্ষায় অংশ নিতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে সরবরাহের আদেশ দেয়া হয়েছে।

আজ রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন।

সকালে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা তার 'ও' লেভেল পরীক্ষায় অংশ নেওয়ার কারণ দেখিয়ে জামিন আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট চামেলীবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পল্টন থানায় আত্মসমর্পন করেন ঐশী। এরপর সে বাবা-মাকে হত্যা করার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহারের আবেদন জানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।