আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীর জামিন নামঞ্জুর ‌

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ'র আদালতে এ জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

ঐশীর আইনজীবী মাহবুব হাসান আদালতকে বলেন, ঐশী আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তা স্বেচ্ছায় দেননি। তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে তা আদায় করা হয়েছে। এ কারণে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার করা প্রয়োজন।

এদিকে রাষ্টপক্ষের আইনজীবীরা বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। সবাই এ মামলার দিকে তাকিয়ে আছে। হত্যাকাণ্ড শেষে ঐশী আত্মগোপনে চলে যায়। পরে আত্মসমর্পণ করে। ম্যাজিস্ট্রেটের কাছে ঐশী খুনের যে লোমহর্ষক বর্ণনা দিয়েছে তাতে তার জামিনের কোনো সুযোগ নেই।

শুনানি শেষে বিচারক ঐশীর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।