আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদ স্যারের এর মজার কিছু উক্তি.....

জানিনা.। .। .।

'যে ভালবাসা যতো গোপন
সে ভালবাসা ততো গভীর'
--হুমায়ূন আহমেদ

হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না….. কেমন জানি অচেনা অজানা হয়ে যায়
। সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই।

কি যেন নাই।



কাউকে ভালবাসা বা ভাললাগার মাঝে
একটা মজার ব্যাপার আছে l
পরিবার এর সবচে কাছের মানুষ যেমন
বাবা, মা এর জন্যে যেভাবে বুকের মাঝে কেমন
করে ঠিক তেমনি ভালবাসার মানুষটার জন্যে
কেমন জানি অস্থির অস্থির লাগে l
সে কেমন আছে ? খেয়েছে কি ?
ঠিক মত ঔষুধ খায় তো ?

___ হুমায়ূন আহমেদ

"গরম মাড় কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা- যন্ত্রণায় সে ছটফট করে- দেখে আমাদের বড়ই ভালো লাগে।
মানুষ হিসেবে সমগ্র পশুজগতে আমরা শ্রেষ্ঠ,
সেটা আবারও প্রমাণিত হয়"
 হুমায়ূন আহমেদ

সব মানুষ সীমাহীন আবেগ নিয়ে জন্মেছেন,তারা কখনো তাদের আবেগ প্রকাশ করে না। তাদের আচার-আচরণ রোবটধর্মী l

- হুমায়ূন আহমেদ
হাসি সব সময় সুখের অনুভুতি বুঝায় না।


মাঝে মাঝে এটাও বোঝায়,
আপনি কতটা বেদনা লুকাতে পারেন।
- --হুমায়ূন আহমেদ


শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও
সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত-পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার- বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে, মুক্তি পাওয়া গেল ।

দশতলা বাড়ির ছাদ
থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে ।
এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় ।

- হুমায়ূন আহমেদ

চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে,
চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন
মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার
চলে গেলে আবার ফিরে আসে।

- হুমায়ূন আহমেদ

একটি মেয়ে খুব সহজে কাঁদতে পারে। কারণ তারা মাঝে মাঝেই একটু কষ্ট পেয়েই কেঁদে আভস্ত।


কিন্তু একটি ছেলে তখনই কাঁদে যখন সে তার
কষ্ট কে ধরে রাখতে পারে না।
ওই মুহর্তে তার কান্নাটা এতো টাই তীব্র হয়।
যে পৃথিবীর সমস্ত সুখ ও যদি এনে দেওয়া হয়।
কারো ক্ষমতা নেই সেই কান্নাটুকু থামানোর।
---- হুমায়ূন আহমেদ

প্রতিটা মানুষের জন্যই
কখনো না কখনো জয় আসে,
আজ তুমি যাকে হারাবে,
কখনো না কখনো তার কাছেই
তোমার হারতে হবে,
প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে...
প্রকৃতি কাউকে কখনো ঠকায় না !!!
------- হুমায়ূন আহমেদ

সুন্দর দেখতে হয় অসুন্দরের সঙ্গে।

যার সব সুন্দর তার সৌন্দর্য ধরা পড়ে না।
-Humayun Ahmed

খুশি নামের ব্যাপারটাও বেশ মজার l এটা একই সঙ্গে অনেক কিছুর উপর নির্ভর করে l কাজেই কোন-
একটি বিশেষ ঘটনায় একটা মানুষ কতটুকু
খুশি হবে তা কোনদিন বলা যাবেনা l

হুমায়ূন আহমেদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.