আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিকতার নামে সরকার গণতন্ত্রের সংজ্ঞ

গতকাল বিএনপিসহ ১৮ দলীয় জোট বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচী শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নামে এ সরকার গণতন্ত্রের সংজ্ঞা বদলে দিয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_ চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামের জনগণ ৫ জানুয়ারির নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। ভোটারবিহীন নির্বাচনে যারা সিলেকটেড হয়েছেন তারা জনপ্রতিনিধি নন, জনগণ তাদেরকে গণতন্ত্রের শক্র হিসেবে চিহ্নিত করেছে।

গতকাল নগরীর নূর আহমেদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোজী কবির প্রমুখ।

সিলেট:গতকাল নগরীতে সমাবেশ ও শোভাযাত্রা করেছে সিলেট ১৮ দল। নগরীর কোর্ট পয়েন্টের সমাবেশে জামায়াত-শিবির ছাড়া ১৮ দলের অন্যান্য নেতাকর্মী জড়ো হন। সাড়ে ৩টায় সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ ীয় নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, অ্যাডভোকেট আব্দুল গফফার প্রমুখ

বরিশাল:বরিশালে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নামে এ সরকার গণতন্ত্রের সংগা বদলে দিয়েছে। তারা এক দলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দির্ঘায়িত করতে চাইলেও এ দেশের জনগন তা মেনে নেবেনা। ভোটের অধিকার ফিরে পেতে জনগন আজ ঐক্যবদ্ধ।

মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তৃতা করেন আকন কুদ্দুসুর রহমান, মেজবাউদ্দিন ফরহাদ বলেন, এবায়েদুল হক চাঁন প্রমুখ।

খুলনা:প্রহসনের নির্বাচন বর্জন করায় খুলনাবাসীকে অভিনন্দন জানিয়ে ১৮ দলীয় জোটের নেতারা বলেছেন, জনগনের ভোটের অধিকার হরণ ও গণতন্ত্র হত্যাকারী এ সরকারকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। গতকাল বিকেলে খুলনা মহানগরীর শহীদ মহারাজ চত্ত্বরে আয়োজিত কেন্দ ঘোষিত গণবিৰোভ সমাবেশে খুলনার ১৮ দলীয় জোট নেতারা এসব কথা বলেন।

মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এম নুরুল ইসলাম দাদু ভাই, মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, ডা. সৈয়দ আফতাব হোসেন প্রমুখ।

রংপুর: জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। গ্র্যাণ্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন, শহীদুল ইসলাম মিজু, সুলতান আলম বুলবুল প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.