আমাদের কথা খুঁজে নিন

   

পূর্বাচলের স্থায়ী বাসিন্দাদের প্লট বরাদ্

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দাদের কাউকে অভিবাসিত হতে হবে না। এ এলাকার স্থায়ী বাসিন্দাদের এরই মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরও যদি কোনো লোক ভূমিহীন হয়ে পড়ে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে। প্রকল্প এলাকায় ৬২ হাজার পরিবারের বসবাস উপযোগী কয়েকটি সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ৬ হাজার ১৫০ একর এলাকার পূর্বাচলকে পরিকল্পিত আধুনিক ঢাকা শহরে রূপ দেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে প্রকল্পের সার্বিক কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে। তিনি বলেন, পূর্বাচল প্রকল্প এলাকা নির্মাণে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্প এলাকায় জলপ্রবাহের স্বাভাবিক গতিধারাকে সংরক্ষণ করা হচ্ছে। কোনো নদী, খাল বা জলপ্রবাহের ছোট খাল ভরাট করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.