আমাদের কথা খুঁজে নিন

   

গণপিটুনিতে ২ ‘জলদস্যু’ নিহত

বুধবার রাত ৩টার দিকে সোনাদিয়া ইউনিয়নের হিলটন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হক ওরফে হকসাব (৪০) ও মাহমুদ উল্লা ওরফে মাধু (৪৫)।

এদের মধ্যে হক নিজের নামে একটি জলদস্যু বাহিনী চালাতেন বলে নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান।

তিনি বলেন, দস্যু দমনে পুলিশের অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে হিলটন রাস্তার মোড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে হক ও তার সহযোগী মাধু।   গনপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে হাতিয়া থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যাবহৃত কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এসপি।  

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, হকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। আর মাধুর বিরুদ্ধে রয়েছে দুটি ডাকাতির মামলা।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতিয়ার নদীপথ ও চর থেকে দস্যুতা নির্মূল করতে গত ১৮ জানুয়ারি ‘অপেরেশন হাতিয়া’ নামে এই অভিযান শুরু করে পুলিশ।

এর আগে গতবছর অগাস্টে আরেকটি অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও গণপিটুনিতে নয় জলদস্যু নিহত হয়। অস্ত্রসহ শতাধিক জলদস্যুকে আটক করা হয় সে সময়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.