আমাদের কথা খুঁজে নিন

   

আমার আনন্দ ভালোবাসারা হয়ে গেছে নিলাম // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সুখবরের অপেক্ষায় গুনিনা প্রহর
আদীঅন্তহীন নিথর সময়ে মতোন পড়ে থাকি ব্যর্থতার গ্লানি মাথায়
আসবে কখনো কোনো মনোহর
সে আশায় বুকি বাঁধিনা, কেউ ঋদ্ধ করবে ভালোবাসায়।

আমি আমার সকল পরাজয় আর দায়ভার মাথায় নিয়ে নিরুত্তাপ নিস্তেজ পড়ে থাকি
কিছু যায় আসেনা আমার কোনো দুঃসংবাদ কিংবা সুসংবাদে
আমার বিরহ সকলে সকলের ব্যথর্তার ব্যঞ্জনামালা আঁকি
আমি সবকিছু আজ মেনে নিই নির্বিবাদে।



এক রমণী এসে ভালোবেসে ঋদ্ধ করেছিলো আমার বিরাণ খামার
ভালোবাাসার বৃষ্টিতে প্লাবিত করেছিলো আমার চৌচির বুক
সময়ের পালাবদলে সেই রমণীর ভালোবাসা আজ বহুবহু বছরের পাড়
প্রখর প্রেমের জন্য আর হই না উৎসুক।

আমার অনলে পুড়ে আমি নিঃশেষ হয়ে গেলাম
আমার আনন্দ ভালোবাসারা হয়ে গেছে নিলাম।
২৪.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.