আমাদের কথা খুঁজে নিন

   

আসুন একজন সত্যিকারের বীরের সাথে পরিচিত হই। স্যালুট আপনাকে হে মহান বীর। যতদিন আপনাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ

ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার। ।


আমাদের প্রানের খেলা ক্রিকেটকে নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি, এই খবরটা এতক্ষনে সবাই জেনে গেছেন ক্রিকেট পাগল বাংলাদেশ এটা মেনে নিতে পারেনি। মানার কথাও না। বহুদা বিভক্ত আমাদের এই ক্রিকেটই নিয়ে আসে এক ছাদের নিচে।

আর তাই ফুঁসে উঠেছে সারাদেশ। কিন্তু দুর্বল বিসিবি এতে কোন কর্ণপাতই করেনি। বরং বোর্ড সভাপতি নাজমুল আহসান পাপন আমাদের সামর্থ্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্যও করেন তারা আমাদের সামনে ঝুলিয়ে দিয়েছে আয় বাড়ানোর মুলা। যদি ক্রিকেটই ধ্বংস হয়ে যায় তাহলে আর আমাদের আয় বাড়িয়ে লাভই বা কী??? আর যেদিন ধ্বংস হয়ে যাবে ক্রিকেট সেদিন আয়ও হয়ে যাবে রুপকথার রাজহাঁস।



কিন্তু আমাদের কৃষকরা অর্থাৎ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের এসব নিয়ে মাথা ঘামানো সময় নেই।

তারা দাদাদের চটাতে চান না। দুর্বল সরকারের সময় প্রশাসন দুর্বল হবে জানা কথা। আর তাই বিসিবি পাশ করিয়ে নিয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার প্রস্তাব। ক্রিকেট জমিদারদের সমর্থন করার প্রস্তাব পাশ হয়ে যায় ২০-৩ ভোটে আর প্রস্তাব নিয়ে যখন মিডিয়া নিন্দা জানায় তখন বিসিবি আবারও সেই মুলা ঝুলিয়ে দেয়, এটা ক্রিকেটের জন্য ইতিবাচক বলে বিবৃতি দেয়।

কি!! খুব জানতে ইচ্ছে করছে কারা সেই অকুতোভয় বীর।

যারা সরকার - প্রশাসন - জমিদারদের বিরুদ্ধে যেতে পারে। কারা সেই বীর টাকা নয় দেশ প্রেমই যাদের কাছে বড় কথা।

তাদের মধ্যে দুজন হলেনঃ

শওকত আজিজ

তানজিল চৌধুরী

স্যালুট।

আরেকজন তো আরেক কাঠি সরেস। তিনি এটাকে বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু পরোয়ানা বলে ওয়াক আউট করেন বিসিবির সভা থেকে।



সেই বীরের নামঃ আহমেদ সাজ্জাদুল ববি।




আহমেদ সাজ্জাদুল ববি


স্যালুট



 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.