আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনায় স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ

গান, কথামালা ও প্রার্থনার মধ্য দিয়ে সফল ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত স্যামসন এইচ চৌধুরীকে স্মরণ করেছে ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোসিপ অব বাংলাদেশ। গতকাল বিকালে নিউ ইস্কাটনের অ্যাসেম্বলিজ অব গড চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয় 'তোমায় স্মরি শ্রদ্ধায় ও ভক্তিতে' শিরোনামের এই স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় ভজন সংগীত 'আমার এই শূন্য জীবন পূর্ণ করো' বাংলাদেশ নর্দার্ন ইভানজেলিক্যাল লুথারেন চার্চের সাবেক মডারেটর রেভা. নরেশ হাসদারের পরিচালনায় প্রার্থনার মধ্য দিয়েই স্মরণানুষ্ঠানের সূচনা ঘটে। এর পর বাইবেল থেকে পাঠ করেন বাংলাদেশ অ্যাসেম্বলিজ অব গড চার্চের চেয়ারম্যান রেভা. আসা এম কেইন। স্যামসন এইচ চৌধুরীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, জাতীয় চার্চ পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট খ্রিস্টফার অধিকারী, সাধারণ সম্পাদক রেভা. অনিরুদ্ধ দাস, ব্যাপ্টিস্ট চার্চ ফেলোসিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. পিটার তাপস হালদার, জাতীয় চার্চ পরিষদের সভাপতি বিশপ পল শিশির সরকার, গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক রেভা. নীরেন্দ্র চিসিম প্রমুখ। স্মৃতিচারণে সমাজকল্যাণ মন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বলেন, সৎভাবে জীবনযাপন করে কীভাবে দেশের জন্য কিছু একটা করা যায় এর প্রকৃষ্ট উদাহরণ স্যামসন এইচ চৌধুরী। মন্ত্রী আরও বলেন, জাতীয়ভাবে স্যামসন এইচ চৌধুরী স্মরণীয়, বরণীয় ও অনুকরণীয়।

তার মতো আদর্শ মানুষ এই সমাজে খুঁজে পাওয়া দুষ্কর বলেও মনে করেন প্রমোদ মানকিন। প্রমোদ মানকিন বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন খ্রিস্টান সমাজের জন্য অনেক গর্বের একজন মানুষ। এ সময় মন্ত্রী 'আমার মরণ সাগর পাড়ে' গানটি পরিবেশনের জন্য মিলনায়তন থেকে জনৈক শিল্পীকে আহ্বান জানান এবং মন্ত্রী নিজেও গানটি পরিবেশন করেন। সবশেষে ইভানজেলিক্যাল খ্রিস্টিয়ান চার্চের প্যাট্রন রেভা. পাকসীম বি তুংয়ের প্রার্থনা পরিচালনার মধ্য দিয়ে স্মরণানুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.